Tuesday, June 24, 2014

"যে স্বপ্ন শুধুই স্বপ্ন"

"যে স্বপ্ন শুধুই স্বপ্ন"
 মিজানুর ভূঁইয়া 

চিনিতে চাহিয়াছি তোমায়
অতিবিনীত আবেদনে।
দিয়েছি তোমার সামনে খুলে
আলোক দুয়ার।
অবগাহন করিব বলে সুখাবেশ দু'জনে
উন্মুক্ত চিত্ত ভরে।
হৃদয় দুয়ার খুলেছি সব কুসংস্কার ভুলে
নিয়েছি তাই বুকে তুলে।
অন্ধকার জিনে এনেছি তোমায় আলোক পানে
জ্বালাবো বলে হৃদয়ে আলোক প্রদীপ।
চন্দ্র ও সূর্য্য দুই আলোক জগতের দিকপাল হয়ে
পালাক্রমে দূর করিব সব অন্ধকার।
আলোকে আলোকে হয়ে যাবে জীবনতরী পার
আসিবেনা আর কোনো আধার।
জীবনের সাজিয়ে নেয়া সব সুর ও ছন্ধে
কেনো অকারণে জড়ায় দন্ধে।
ছিলোনা কখনো মনের কলুসতা কিংবা লালসতা
ছিলো উচ্ছসিত মুক্ত উদার প্রাণ।
কোনো দ্বীধা কিংবা সঙ্কায় করেনী রুদ্ধ এই মন  
এক ভাবনায় সমর্পণ করেছি জীবন।
আজ এ কোন ভাবনায় তোমার মন এতো উচাটন
আপন ভাবনায়; আপন জগতেই শুধু করো বিচরণ।
অতীতের সকল লেনাদেনা দিয়ে নির্বাসন
আপন মত্তে তুমি রহো মগ্ন এখন।
===============================
রচনা: ২৪ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment