Sunday, June 29, 2014

" ওয়াহেদ হোছাইনী"

" সোজা কথা"প্রিয় মুখ- প্রিয় মানুষ-৭

এইবারের প্রিয় ব্যক্তিত্ব বৃহত্তর ওয়াশিংটন এলাকার সুখ দুঃখের একান্ত সাথী
দীর্ঘকাল ধরে মানব সেবায় নিয়োজিত বিশিষ্ট সমাজ সেবক ও আমদের
সবার প্রিয় বন্ধু, ভাই ও চাচা- ওয়াহেদ হোছাইনী।

" ওয়াহেদ হোছাইনী"

মিজানুর ভূঁইয়া:-


মানুষের বন্ধু, সমাজের সাথী
নাম তার ওয়াহেদ হোছাইনী।
সহি কাজ করেন তিনি,
করেননা কোনো কিছু বেআইনি ।
বহু বছর ধরে আছেন তিনি এই প্রবাসে
বিপদে-আপদে দৌড়ে আসেন মানুষের পাশে।
মানুষকে ভালবাসেন অন্তর দিয়ে
সোজাসিদা চলে যান সংকট, জন্মদিন কিংবা বিয়ে ।
কেউ ডাকে চাচা আর কেউ ডাকে ভাই
মানুষের মনের কোণে তিনি করে নিলেন ঠাঁই।
অতি প্রিয় মানুষটি সদা থাকেন হাঁসি খুশি
মানুষকে দান করেন, মনে নিয়ে একরাশ খুশি।
নাই তার কাছে ধর্ম, বর্ণ কিংবা গোত্র ভেদাবেদ
কেউ যদি মারা যায়, ছুটে যান করিতে তার সৎকার।
এমন বন্ধু আজকাল মেলা বড় ভার
তিনিই আসল বন্ধু সমাজের, প্রিয়জন সবার।
=========================
রচনা: ২৯ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment