Friday, June 13, 2014

" তৃষিত প্রেম"

" তৃষিত প্রেম"
মিজানুর ভূঁইয়া
 
ওহে পাখা; কি বলিতে চাহ তুমি পাখিরে? 
এমন নিরব সাঝে, কি আছে মন মাঝে
আপন আঙ্গিনায় এনেছো ডেকে পাখিরে l
বসে গাছের ঐ মগডালে, আপন ভালে
করিছো আলাপন সুরে ও তালে তালে l
হৃদয় উজাড় করে বলছো সে কথা তারে 
যে কথা তোমার হয়নি বলা কোনো কালে l
আজ এই মহালগনে পেয়েছো যাকে সঙ্গোপনে
বাধিতে চাও তাহারে হৃদয়ের বাধনে l
পেয়েছো যাকে বহু সাধনে, আপন কাননে
ভালোবাসায় করিবে সিক্ত তাকে চিরজনমে l
==============================
 রচনা: ১৪ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment