Sunday, May 25, 2014

"নিরুপম দাদা"

"সোজা-কথা"

প্রিয় মুখ, প্রিয় মানুষ-৬

এই সপ্তাহের "প্রিয় মুখ, প্রিয় মানুষ" ওয়াশিংটন এলাকার
প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ এম্বেসী, ওয়াশিংটন ডি সি এর
ফার্স্ট সেক্রেটারি শ্রী নিরুপম দেভনাথ ।...

"নিরুপম দাদা"
আমাদের সবার অতিপ্রিয় নিরুপম দাদা,
আর দশজনের চেয়ে তিনি একধম আলাদা।
পেশায় যদিও তিনি একজন সরকারী আমলা
মনে তার নাই অহংকার কিংবা কোনো ঝামেলা ।
থাকেন সদা চুপচাপ, কাজ করে যান টুপ টাপ
রাগঢাক নাই তার, নাই তার আমলাগিরীর বড়াই,
তাই ঢালেননা কারো উপর গরম তেলের কড়াই।
থাকেননা বন্ধি তিনি আমলার খোলস পরা পাথারে
আগ-পিছ ভাবেননা; এসে যান মানুষের কাতারে ।
মনে তার বড় আশা মানুষকে ভালবাসা; সনাতনী
আমলাতন্ত্রের বেড়াজাল গুছিয়ে মানুষের কাছে আসা।
স্বদেশের জন্য হলেন তিনি এক নিবেদিত মহাপ্রাণ
কূটনীতিতে অতি পারঙ্গম; বিশ্বময় দেশের মান বাড়ান।
আছে তার একটি ছোট্র কন্ন্যা আর লক্ষী সোনা পুত্র
নিজ ভাষা শিখাচ্ছেন তাকে করে অতি যত্ন ।
আপন ভাষা ও সংস্কৃতি বুকে নিয়ে গড়ে উঠবে
এই হলো তার একমাত্র বুকে লালিত স্বপ্ন ।
=================================
মিজানুর ভূঁইয়া
রচনা: ২৫ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment