Friday, May 23, 2014

"গোলাপ সংলাপ "

"গোলাপ সংলাপ "মিজানুর ভূঁইয়া

ফুটিতেছে সবুজ পত্রালিকা
ফুটিতেছে হরেক রকম গোলাপ l
খানিক অপেক্ষা মাত্র, পুরো বাগান ...
একেবারে গোলাপে গোলাপে হয়ে যাবে ছয়লাব l
গোলাপে গোলাপে হাসিবে পুরো বাগান
করিবে একে ওপরে সুখের প্রলাপ l
আমি ও মাঝে সাজে গোলাপের সাথে করিব সংলাপ l
সকাল সাঝে গোলাপের সাথে করিব ফিসফাস l
আপন মনের মাধুরী মিশায়ে গোলাপেই করিব বাস l
গোলাপের সোরভে মদিয়া যাবো
গোলাপেই নিবো নিঃস্বাস , গোলাপেই
জীবন, গোলাপেই আমার বিশ্বাস l
গোলাপের হৃদয় বড়ই সদয়, করে সব উজাড় l
থাকেনাকো কিছু গোপন, বাহির দেখে যায় বুঝা
তাইতো হৃদইয়ের অর্গ দিয়ে করি গোলাপেরেই পূজা l
--------------------------------
রচনা: ২৩ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment