Sunday, May 4, 2014

"প্রবাসে আনন্দধারায় বৈশাখ"

প্রাণপ্রতীম বন্ধুবর ও একনিষ্ট সমাজ ও সংস্কৃতিসেবী
শেখ মিলন মাওলা'র বাড়িতে এক বৈশাখী আয়োজনে
অপূর্ব এক হৃদয় স্পর্শিক ভাবনায় এই লিখা। 


"প্রবাসে আনন্দধারায় বৈশাখ"

চির নতুনের আহবানে
বৈশাখ প্রাণে নব বারতা আনে
জাগিয়ে তোলে মনে উচ্ছাস ও আনন্দ
অপূর্ব এক হৃদয় স্পর্শিক হিল্লোলে।
এই দূর প্রবাসে; বৈশাখ জাগায় স্পন্দন
আরো গভীরতম প্রানের ছোঁয়ায়
উন্মুক্ত মাঠে কিংবা ঘরে ঘরে।
পুরো মাস ধরে উচ্ছসিত আনন্দে উদ্ভেল
প্রতিটি কাতর মন আপন সংস্কৃতি
রক্ষা কিংবা উপভোগে উজ্জীবিত,
অতন্দ্র প্রহরীর মতো আকড়ে ধরে
প্রানের সাথে অতিশয় মজবুত ও দৃঢ়তায়
যেনো শিকড় ছড়িয়ে বিশাল বৃক্ষটিকে
রক্ষা করার এক প্রানপণ প্রচেষ্টা।  
================
মিজানুর ভূঁইয়া
রচনা: ০৪ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক স্বত্তাধিকার সংরক্ষিত    

No comments:

Post a Comment