Thursday, May 22, 2014

"ভালবাসা একটুকরো কাঁচের আয়না"

"ভালবাসা একটুকরো কাঁচের আয়না"
 
 মিজানুর ভূঁইয়া:-

যতক্ষণ পালিত হয় জীবনের অলিখিত চুক্তি
ততক্ষণই বিদ্যমান থাকে ভালবাসা ও ভক্তি।
জীবনের রুঢ় বাস্তবতায় যখন পণগুলো হয় ভঙ্গ 
সম্প্রীতির বন্ধন তখন টুটে যায়, সম্পর্ক হয় সাঙ্গ। 
ধীরে ধীরে খসে পড়ে দেয়ালের এক একটি ইট
শুরু হয় উলট পালট, আবেগের দেয়ালে ধরে চির।
উড়ে যায় ভালবাসা, থাকেনা একে ওপরে অনুরক্ত
ভালবাসার বাগানে আর ফোটেনা ফুল, শুধু ঝরে রক্ত।
স্বার্থের মোহে অন্ধ হয়ে যদি ভরে আপন ঝুলি
সম্পর্ক তখন তুচ্ছ হয়ে পড়ে, পরে গলায় শূলী।
ভালবাসা আবেগী মোহ; আবেগ ফুরালে করে বিদ্রোহ
হয়ে যায় যে যার মতো; হারায় সঙ্গবাসের আগ্রহ। 
সোহাগ ও প্রীতি ভরা ছিল যতো প্রাঞ্জল ছায়া
হয়ে যায় নিঃশেষ, থাকেনা সেখানে কোনো মায়া।
ভালবাসা যেনো একটুকরো স্বচ্ছ কাঁচের আঁয়না
মাটিতে পড়ে গিয়ে হয় চুরমার, আস্ত আর রয়না। 
==============================
রচনা: মে ২২ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সত্ত্বাধিকার সংরক্ষিত

No comments:

Post a Comment