Tuesday, May 13, 2014

"ভন্ড প্রীতি"

"ভন্ড প্রীতি"

মিজানুর ভূঁইয়া-- 


তোমরা সমাজ বিভাজনের টক্করে
মানুষকে ফেলিতেছো এক বিষাল চক্করে।
নিজেদের ভাবো উচ্চবিত্ত, ভগবানের একমাত্র সৃষ্ট   
আর বাদবাকিরা হলো ছোটলোক, নাই তাদের চিত্ত।
ভাবো গোটা দুনিয়া যেনো তোমাদের মালিকানা 
বাকিরা সব হলো জীন-ভুত কিংবা ছাগলের ছানা।
তোমরা নিজেদের নিয়েই আছো ভীষণ ঘোরপাকে
অপসংস্কৃতির আবরণে নিজের দেহকে দিয়েছো ঢেকে।
শুনি; বাংলা স্কুলসেবীদের গালি দাও ছোটলোক বলে!
সংস্কৃতি সেবকের ভান করো, দিনরাত সুরা পান করো।
যারা দিনরাত বুকে আগলে রাখে নিজ ভাষা ও সংস্কৃতি 
তাদের গালি দিয়ে করো নিজের মানুষিকতার বিকৃতি।
হাজার যোজন দুরে বিদেশের এই মাটিতে;
বাংলা-স্কুল পরিণত হয় সংস্কৃতির রক্ষার ঘাটিতে।
বড় বড় বোল পারো; আসোনিতো কখনো হাল ধরো
পিছে পিছে গাল পারো আর নিজের মনের ঝাল ঝাড়ো।
ভন্ড এই সংস্কৃতি প্রীতি, সংস্কৃতি রক্ষার একমাত্র ভীতি।
=================================
রচনা: ১২ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment