Friday, August 2, 2013

"ধরনীর উদারতা"

মিজানুর ভুঁইয়া

আকাশ ভরা স্বপ্ন মোর
ভূবন ভরা মন। সমুদ্র জল ছলছল হৃদয় উঁচাটন।
সবুজ শ্যামল  মায়া ঘেরা ভালবাসা মোর হৃদয় উজাড় করা।
স্নিগ্ধ  কোমল বায়ু,বন্ধু হয়েছে মোর, বাড়িয়েছে আইয়ু।
সূর্য্য কিরণ হৃদয় জুড়ে আনে প্রত্যাশার আলো,তাইতো অন্ধকারে ভয় করিনা প্রত্যুষে জাগিবে ভোরের আলো।
রাতের আকাশ স্বপ্নে ঘেরা, রয়েছে শশী হাজার তাঁরা।
মাটি আমার মায়ের মতো লালন করে ফসল ফলায় শত।
ধরণী মায়ের কৃপা উদারতা, বক্ষে আছে হাজার বারতা।
তবুও আমরা মানুষ যতো, বুঝিনা ধরণী আমাতে উদার কতো।
-------------------------------অগাস্ট ০২ ২০১৩

No comments:

Post a Comment