Tuesday, August 20, 2013

"স্বপ্নবিলাসী তুমি"

"স্বপ্ন বিলাসী তুমি"
মিজানুর ভূঁইয়া

তুমি আরেকবার চেষ্টা করে দেখো
আরেকটি কপাট পেরুলেই; হয়তো, 
তোমার ভাগ্য খুলে যাবে ও মিলে যাবে
তোমার প্রত্যাশিত স্বর্গীয় সুখের ঠিকানা।
তোমার উচ্চাবিলাসী মন চায় স্বর্গবাস!
সেটাই তোমার মনের প্রচন্ড স্বপ্ন ও বাসনা।
আর তা যদি মিলে-ই যায়! তবেই,
মিটে যাবে তোমার মনের সুপ্ত রসনা।
তুমি প্রতিদিন তোমার মনের কোণে
জাগাও শত সহস্র রঙ্গিন স্বপ্ন রাশি রাশি।
আর সেই খুশিতেই সারাটি দিন ক্ষণ  
তোমার কেটে যায় হাসি খুশী!!
পৃথিবীতে হেনো কাজ নেই,
যা তুমি করতে পারোনা;
যদি কেউ তোমাকে স্বপ্ন দেখায়
সেই স্বর্গের চাবিটি দেবে বলে।
তুমি সুখ-স্বর্গ লাভে,
করতে পারো; পাহাড়কে সমতল ভূমি
আর সমতল ভূমিকে গিরিসম।
তুমি জলসমুদ্রেকে বানাতে পারো মরুভূমি
আর মরুভূমিকে বানাতে পারো বিশাল জলাশয়ে।
তোমার উচ্চাবিলাসী মন; সুখ লাভে আপোষহীন,
প্রয়োজনে কিছু রক্তপাত; সেতো খুবই সামান্য।
তবুও তোমার প্রত্যাশার বাস্তবায়ন চাই।
ভালবাসা, মানবতা,আবেগ, সম্পর্ক, পারিপার্শিক দায়িত্ববোধ
তোমার কাছে সবই নস্যি, তোমার শুধুই চাই
সীমাহীন আত্মসুখ, আত্মতৃপ্তি, আত্মভোগ।
তুমি হলে মানব বিধংসী দুর্দান্ত গুর্নিঝর
ও "স্বপ্ন বিলাসী তুমি"
-------------------------------------------
অগাস্ট ২০ ২০১৩

No comments:

Post a Comment