Wednesday, August 21, 2013

"বর্ণচোর"

"বর্ণচোর"
মিজানুর ভূঁইয়া

ছদ্ধবেশী, বর্ণচোরা, আত্মভোগী,
ষড়যন্ত্রকারী ও দুষ্ট চক্রের দল।
অমানিশা রাতে চুপিচুপি বাঁধে
ঐক্য জোট ও ষড়যন্তের জাল।
আকাশ বাতাস কাঁপায় পরে
আর করে শান্ত নদীর জল উচ্ছল।
করে তারা ভান,...
নেয় মানুষের সরল বিশ্বাস কাড়িয়া।
অবশেষে দেয়,
উদুর-পিন্ডি বুদুর গাড়ে চাপিয়া।
অবশেষে আসে দিন
আত্মঘাতী ফাঁদপাতা জালে
নিজেই ধরা পড়ে, কাঁদে মুখ লুকাইয়া।
------------------------------
অগাস্ট ২১ ২০১৩

No comments:

Post a Comment