Monday, August 5, 2013

"জীবন যুদ্ধ"

মিজানুর ভূঁইয়ান:-

তুমি একজন নারী  জননী
হয়তোবা, কারো ঘরের ঘরণী
অথবা কোনো স্বামী পরিত্যক্তা 
কিংবা সমাজ বির্জিতা 
অথবা নদী ভাঙ্গা ভূমিহীন 
আশ্রয়হীন শহরকূলে ভেসে আসা মানবী
তোমার ঠিকানাবিহীন জীবন 
খুঁজে পেয়েছে আজ এই পাথরশালা।
জীবন নাটকের কোন চরম দূর্বিপাকে
তোমার জীবন খুঁজে পেলো এই ঠিকানা 
তা কে- বা জানেআর কে- বা তার খবর রাখে। 
পাথরের ভগ্নাংশের মতোই প্রতিদিন
তোমার সকল রঙিন স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার
তোমার হাতুড়ির প্রতিটি আঘাতে আঘাতে 
খুলে যায় বেচে থাকার একমুঠো ভাতের দরজা। 
তোমার এই ক্লান্ত অবসন্ন জীবনের গল্প
প্রাসাদবাসীদের কানে কখনোই পৌছবেনা।
তোমার প্রতিদিনের ঘাম ঝরা অবসাদে
এই পৃথিবীর কারোরই কিছু যায় আসেনা
তোমার বাহুবেষ্টিত দুগ্ধ পানরত অবুঝ শিশুটি
দৌ জানেনা তার জীবনের ঠিকানা কোথায়
আর জীবন অঙ্কের যোগ বিয়োগের সমীকরণে
এই জীবন তরী কোথায় গিয়ে ভিড়ে কে- বা জানে
তবে! জীবনে এই বন্দুর পথ চলার শেষ কোথায়?????
------------------------------------------------
অগাস্ট ০৫ ২০১৩

No comments:

Post a Comment