Saturday, August 10, 2013

"মানুষ আমরা"

"মানুষ আমরা"
মিজানুর ভূঁইয়া


 লোকে বলে মানুষ চেনা বড়ই কঠিন কাজ।
 মানুষতো চিনির শরবত নয়,
যে কিঞ্চিত পান করে এর স্বাদ বুঝা যাবে।
 অথবা মানুষতো লবনও নয় যে,
এক দানা মুখে দিয়ে এর গুনাগুন আস্বাদন করা যাবে।
 মানুষের বহু ধারা চারিত্রিক বৈশিষ্ট,
সেটা চিনি বা লবনের মতো এক মাত্রিক বৈশিষ্ট নয়,
মানুষ পারিপার্শিক বৈশিষ্টতা অবলম্ভনে গড়ে উঠে বলেই
 বহুমাত্রিক ধারা ও চারিত্রিকতা বিদ্যমান।
 একজন মানুষের সাথে দীর্ঘ মেলামেশার পরও
 সেই মানুষটির প্রকৃত রূপ ও চরিত্র অনুধাবন করা কঠিন।
 স্বার্থপর ও ছদ্ববেসি মানুষ ঝিনুকের মতো খোলস পরে থাকে,
যার ভিতরটা দেখতে দৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হয়।
 কিছু মানুষের ধরন অনেকটা অমানিশা রাতের মতো বিদগুটে
 যা দিনের আলোর স্বচ্ছতার সম্পূর্ণ বিপরীত। 
কিছু মানুষ শুধুই জানে নিতে আর কিছু শুধু দিয়ে যায়।
 কিছু মানুষ চতুর ও নিষ্ঠুর আর কিছু সদয় ও বিনয়ী।
 ঝিনুক এবং অমানিশার প্রকৃত সরূপ বিলম্বে হলেও
 দেখা দেয়, সেটাই আসল বাস্তবতা। 
আসলেই আমরা ভুলে যাই বার বার,
আমরা মানুষ সত্য ও সুন্দর সৃষ্টি, তাহার উপর নাই।
-------------------------------------------
অগাস্ট ১০ ২০১৩

No comments:

Post a Comment