Saturday, August 31, 2013

" মানব নিধন খেলা"

 
" মানব নিধন খেলা"
মিজানুর ভূঁইয়া


খেলোনা আর তোমরা যুদ্ধ যুদ্ধ খেলা
আজ অবদি, তা হয়ে গেছে বহু ঢেলা।
আপন স্বার্থে ও কুমত্তে মানুষ মারা
এ নয়, সভ্যতা ও মানবতার বিধান ধারা।
আপন জীবনকে তুমি যতটুকু ভাসো ভালো
তবে অপরের জীবন কেনো ভাবো এতো ক্ষীন।
যুদ্ধের নামে শিশু ও মানুষ মারিয়া
তুমি কি চাহো অর্জিতে, কি করিতে চাহো জয়।
বুঝোকি তুমি; আত্মবিদ্ধংসীছো নিজেকে তোমার
আর করছো সভ্যতা ও মানবতার ক্ষয়।
তোমার আপনার কাছে জীবন যেমন মায়াময়
অপরের জীবন তার কাছেও একই সম রয়।
যারা খেলিছে নিত্য মানুষ মারা দুষ্টচক্র খেলা
তারা আসলেই বহিছে আপন গাত্রে অগ্নিদগ্ধ জ্বালা।
যেজন বধিছে মানবকূল, করিছে সমাজ সংসার সারা,
সেজন মানুষ নয়, অন্য কিছু; জন্মিছে কোন কূল হারা।
মানুষে মানুষে এই ধরায় বাঁধিতে হইবে
একই রেশ,খেশ, ভাতৃত্ব ও গোত্র ধারা।
তবেই সকল জীবনে আসিবে শান্তি, সমৃদ্ধি
আসিবে মঙ্গল ও অনন্ত সুখের স্রোত ধারা।
-------------------------------------
অগাস্ট ৩১ ২০১৩ 

No comments:

Post a Comment