Wednesday, July 31, 2013

"পরশ্রীকাতরতা"

                  "পরশ্রীকাতরতা"
পরহিংসা কিংবা বিদ্ধেশে হয়না মহৎ কিছু অর্জন,
যদি না থাকে ভান্ডারে সার-বস্তু কিংবা মানিক রতন।
যাহা শুধুই করে আত্মস্ক্ষলন ও আপন ভুবন ধ্বংসন।
যদি জীবনে তুমি ভালো ও সুন্দর কিছু অর্জিতে চাও
কলুষিত চিত্ত ধুইয়া মুছিয়া শিশিরের মত স্বচ্ছ করিয়া নাও।
পরশ্রী কাতরতা বলেনি কখনো কোনো রাসুল কিংবা দেবতা
চিত্তে তোমার আছে যা কৌলিনতা করিতে দূর
বলেছেন সারা জাহানে আছে যতো দেবতা ও রসূল।
জগতে যাহা কিছু হয়েছে মানব কল্যাণকর মহ কিছু অর্জন।
তাহা যার যার  আপন কৃত্তি ও মহিমায় রহিবে সমুজ্জল। 
ইহাই হইলো আপন কর্ম, মেধা, সততা ও সৃজনশীলতার ফল।
মানুষের মঙ্গল, মানুষের ভালো, করে ভুবন আলোকিত।
পরহিংসা ও বিদ্বেষ ধ্বংসিবে তোমায়, করিবে কলঙ্কিত।
-------------------------------------
মিজানুর ভূঁইয়া
জুলাই ৩১ ২০১৩
সময় সকাল ১১।৪০

No comments:

Post a Comment