Tuesday, July 9, 2013

"আত্মশুদ্ধির জন্য ধর্ম "

"আত্মশুদ্ধির জন্য ধর্ম "
ধর্মের ঢোল বাজাজ তুই
মানব ধর্মের কপাট টুঁটে।
মানবে তুই বিবেদ করে,
ধর্ম  বুলি আওড়াস  ভূমে।
সংসারে তুই বিভেদ রেখে,
মানুষেরে মেরে কেটে,
দেব দেবীরে পূজা করে,
মসজিদে তুই মাথা ঠুকে,
কি ফায়দা তুই চাস, নিতে লুটে!
মাথার উপর শাশ্রীয় বাণী,
বুকের ভিতর মানবতার ধ্বনি।
এই যদি হয় স্রষ্টার বাণী।
আসলেই কি মানুষ আমরা,
সেই সত্যটি বুঝি ও মানি?
যদি তুই বুকের ভিতর লালন করিস,
ক্রোধ আর পরহিংসা ও বিদ্ধেষ।
তবে ভগবান কি পরওয়া করে
যদি তুই মাথা ঠুকিস মসজিদ, মন্দিরে অহর্নিশ।
শাশ্রীয় তন্ত্র, শান্তির সৃষ্টির অনন্য মন্ত্র;
ভগবান, ঈশ্বর বা খোদা তপস্যায় নাহি মিলে।
মিলিবে স্বর্গ, মানুষের সাথে বিভেদ মিটিয়ে
শান্তি ও ভাতৃত্ব সৃষ্টির দিকে গেলে।
যদি তুই আপন স্বার্থে হতে থাকিস সদা মগ্ন,
এবং রাখিস পেতে পরের জন্য ছাঁই।
ভাববে সেইখানেই বিসর্জিলে ধর্ম লীলা,
যাহা তোমার মাঝে আর তাহা নাই।
ধর্ম বাণীতে তোর কাজ হবেনা
যদি বাক বাণীতে আঘাত হানিস হৃদে।
ওরে তোর আরাধনায় স্বর্গ মিলিবেনা
যদি তোর কর্কশতায় কারো হৃদয় কাঁদে দিবানিশি।
মক্কা, কাসি, গঙ্গার জল ধুইবেনা তোর পাপ রাশি।
আপন কর্মে, ভ্রষ্ট জীবন নষ্ট হবে মর্ম জালায়
বিধাতায় তোরে  পার করিবেনা,
রাখবে জনম পাপী করে।  
বিধাতার সন্তষ্টি-করে  যাও মানব তুষ্টি,
তবেই  তোমার হবে আসল স্বর্গ সিদ্ধি।
----------------------------------------
মিজানুর ভুইয়ান
জুলাই ০৯ ২০১৩
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment