Friday, July 19, 2013

" যে স্বপ্ন বেদনায় নীল্ "

" যে স্বপ্ন বেদনায় নীল্ "
মিজানুর ভুইয়ান:-
একটি সুচতুর এবং দুষ্ট গুল্ম লতা 
বৃক্ষটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে।
হয়ত; বৃক্ষটিই আহবান করেছিল বড় আশায় ,
একসাথে বেড়ে উঠবে বলে।
কিন্তু বৃক্ষটির সেই সৎইচ্ছা  ও মহত্বের মর্ম কথা 
গুল্মের কাছে উপহাসে পরিণত হলো।
বৃক্ষটিকে অবশেষে সকল প্রত্যাশাই জলাঞ্জলি দিতে হলো।
কারণ, বৃক্ষটির সকল মহৎ ভাবনাগুলো,
গুল্মের দুরভিসন্ধির কাছে চরমভাবে হেরে গেলো।
বৃক্ষটি  গুল্মটিকে  তার শরীরে বেড়ে উঠার
আমন্ত্রণ জানালো, তাকে কন্টকবিহীন ভেবে।
আসলে বৃক্ষটি হয়তো জানতো না যে,
কিছু কিছু গুল্মে  অবশেষে কাঁটা গজায়।
আর সেই কাঁটা যে এতো ভয়ঙ্কর ও তৃক্ন
শুধু ফুঁটেছে যার সে-ই জানে এর ভয়ানকতা।
সুর্যালোক ও উন্মুক্ত বাতাসে বেড়ে উঠার স্বপ্ন প্রত্যাশায়
বুকে টেনে নেওয়া সেই সুচতুর গুল্ম!
আজ সে তার সুতৃক্ন কাটার আঘাতে বৃক্ষটির দেহ
রক্তাক্ত করার প্রচন্ড নেশায় নিমগ্ন। 
আর সেই আঘাতে আজ বৃক্ষটির আকাশ চুম্বি স্বপ্ন
ভূমিতলে ধ্বসে পড়ার অপেক্ষায়।
মাটিতে মিশে থাকা গুল্মটিকে
উন্মুক্ত আলো বাতাসে প্রস্ফুটিত হওয়ার 
বাড়তি সুযোগ দেওয়াই ছিলো বৃক্ষটির অভিপ্রায়। 
কিন্তু গুল্মলতাটির আত্মসিদ্ধির সুবর্ণ সুযোগের অপেক্ষায়
থাকার সুপ্ত দূরভিসন্ধির মর্মতথ্য বৃক্ষটির অজানাই ছিলো।
দৃঢ় ও মজবুত বৃক্ষটি আজ গুল্মটিকে নিজ দেহে বেড়ে উঠার
সুযোক প্রদানে নিজেই বিড়ম্বনায় আত্ত্বদগ্ধ ও পর্যুদস্ত।
বৃক্ষ তরুর মিতালীর সন্ধিক্ষণ আজ বেদনায় নীল্।
আজ সকল প্রত্যাশা যেনো স্বপ্ন ভঙ্গের মাহেন্দ্র ক্ষণে উপনীত।   
-----------------------------------------------------------
জুলাই ১০ ২০১৩

No comments:

Post a Comment