Friday, July 5, 2013

"সংসার কল্প"

                                   "সংসার কল্প"
  মিজানুর ভুইয়ান:-
সংসার যেনো এক মহা বৈচিত্রের রঙ্গ মেলার খেলা,
জীবন যেখানে শুরু হয় ভাসিয়ে দিয়ে মহাসমুদ্রে ভেলা।
কেউ তেগী, কেউ আত্মভূগী আবার কেউবা ফাঁদে ছলাকলা। 
জাপিতেছে দিন একই ছাদের নিচে,
তবুও  সাধ্য নাই বুঝিবার একে অপরে, জগতের এই বৈচিত্রময় লীলা।
ভালবাসার নামে সংসার সাজে, কেউ করে ভান, কেও করে হেলাফেলা,
আসলে সংসার করা নয়, এ যেনো সময় কাটানো ও ফন্ধীবাজীর খেলা।
কেউ ধরে শক্ত করে হাল আবার কেউবা আত্মস্বার্থে টালমাটাল।
কারো থাকে সংসারে দয়া মায়া; হৃদয়ে সাজায় সংসারী ফুলের মালা,
আবার কেউবা হৃদয়ে হুল ফোটায়, দিয়ে মর্মে ভীষণ জ্বালা।
সংসারে আজও আছে এমন মহাতাগী ও আছে মহাপ্রাণ,
চায়না কোনো স্বীকৃতি কিংবা প্রতিদান, নিরবে করে আত্ম বলিদান।
সংসার মর্ম না বুঝে যদি  ভানের সংসার পাতা হয়, 
সংসারী ভেলা, এ কূল বহিয়া ও কূল যাইতে মধ্য নদীতে নিমজ্জিয়া যায়।
জগতে মানুষের এই জীবন খেলা, রয়ে গেলো বৈচিত্র ও রহস্যময়। 
শুধু এ কথাই  যেন চির সত্য হয় , সংসার কল্প যেনো না  হয় অল্প। 
সংসারে থাকে যেনো সত্য ব্রততা, ভক্তি, দৃঢ়তা, মমতা, প্রাণ ও মহাসংকল্প ।
তবেই আসিবে জীবনে মহাপ্রশান্তি, জীবন হবে এক চির কল্যাণকর আনন্দ উদ্যান।

জুলাই ০৫ ২০১৩
সময়:  ১২.৩০

No comments:

Post a Comment