Thursday, May 4, 2017

"একজন ফটিক মিয়া"

"একজন ফটিক মিয়া"
মিজানুর ভূঁইয়া


শুনেছি তোমার অনেক নামধাম
তা দিয়ে কুড়াও সুনাম।
সুনাম দিয়ে রাত দুপুরে ফুর্তি করো
সালাম নিতে টাকা ছাড়ো।
টাকার পাহাড় গড়েছো শুনি
আবার কেউবা বলে তুমি মস্ত খুঁনি।
যদি কেউ নাহি শুনে তোমার কথা
টাকা ঢেলে, কাটো  তাদের মাথা।
চালাও নাকি অনেক দামী গাড়ি
তোমার কথায় চলে নাকি পুলিশ ফাঁড়ি।
তোমার দুই আঙ্গুলের ইশারায়
করছো নাকি কাড়ি কাড়ি টাকা আয়।
টাকার গরমে থাকো সদা দেমাগে
দিন রাত পড়ে থাকো নেশা তামাকে।
ফটিক নামটি বদলে নাকি হয়েছো চৌধুরী 
বড় বড় গোঁফ আর রেখেখেছো নাকি হাল ফ্যাশনের দাঁড়ি।
বিয়ে করা বউকে নাকি বানিয়েছিলে দাসী
সেই লজ্জায় বউ মরলো দিয়ে গলায় ফাঁসি।
রাত দুপুরে সুন্দরীরা করে নাকি দেহখানা মালিশ
তোমায় ছাড়া এলাকাতে হয়না কোনো বিচার শালিস।
রাজনীতিতে রয়েছে তোমার খায়েসভরা মন
তাই টাকা দিয়ে কিনছো তুমি নিরীহ জনগণ।
ফটকাবাজ আর দস্যু যারা কোমরে বাঁধতো গামছা
এরা নাকি এখন সবাই তোমার দলের চামচা।
বাহ্ বাহ্ কি তেলেসমাতি! ফটিক মিয়ার এতোই জ্যোতি
কুঁড়ের ঘরের মানুষ; অট্রালিকায় জ্বলে এখন রঙ্গীন বাতি।
বাড়ির পাশে বাঁধা থাকে তেজি ঘোড়া আর মস্ত বড় হাতি
চামচারা সব উঁচিয়ে ধরে মাথায় ছাতি।
এমনতর মুল্লুকে; ছুটছে পিছে সব উল্লুকে
ফটকা মিয়া দিশেহারা তাই চড়ছে পিঠে ভল্লুকের।
এমনতর মুল্লুকে; এই ছাড়া আর কিবা আশা;
ভুগছে সবাই ভীষণ জ্বরে ভল্লুকে।।
-----------------------------------------
মে ০৪, ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ
   

No comments:

Post a Comment