Saturday, May 27, 2017

গন্তব্যবিহীন এক ট্রেন

গন্তব্যবিহীন এক ট্রেন

বন্ধ তো পেলাম তিনদিন
কি করবো ঘরে বসে সারাদিন l
ফেসবুকে আর মন লাগেনা
কোথাও যেতে পা চলেনা l
পড়ছি শুধুই গল্প কবিতার বই
পাশে নাই যে প্রাণের সই !
দেশের খবর দেখে ও পড়ে
ভাবছি স্বাধীনতার মূল্যবোধ
যাবে নাকি সব আস্তাকুড়ে l
দিলাম টিভিটা করে বন্ধ
দেখবোনা আর বাঙ্গালী দ্বন্দ্ব l
মনে আছে যত কবিতা ছন্ধ
দিলাম এবার করে তালা বন্ধ l
স্বাধীনতা রক্ষা আর উন্নয়ন
মুখের বুলি আর ক্ষমতায়ন l
যতটুকুই হয়নাকেনো অর্জন
এক নিমিষেই হয়ে যায় তার বিসর্জন l
নৈতিক অবক্ষয়ে যখন চলে যায় দেশ
থাকেনা কোনো আশা; হয় সব নিঃশেষ l
এভাবে আর চলবে কতকাল
দেশপ্রেমের চলছে বড়ই আকাল l
দিনে দিনে হয়েযাচ্ছে সব তালেবানি কায়দা
সবাই ব্যাস্ত শুধুই লুটে নিতে ফায়দা l
কোথাও নাই কোনো নিয়মের বালাই
হরিলুট, ঘুষ ঘাস, ঠুসঠাস চলছে সদাই l
মানুষ জিম্মি অসহায় হেথায়
মুখের বুলি কেড়ে নেয় লুভী জান্তায় l
অর্ধশতক ধরে কানামাছি খেলায়
মানুষ কষ্টে বড় পারেনা পালায় l
উঠিবে সূর্য যখন নিয়ে শান্তির আলো
তখনি হবে হয়তো একমাত্র বাঁচা !!!!!!

No comments:

Post a Comment