Friday, July 3, 2015

"জীবন চক্র"


 "জীবন চক্র"
মিজানুর ভূঁইয়া
 
এই আমারই জীবন
শোনেনা আমারই কথা ।
জীবনকে বলি
ঠিক এখানেই থেমে থাকো।
এখানেই রেখে দাও
আছিতো বেশ ভালো।
এর চেয়ে বেশি পরিণত করোনা আমায়।
জীবনকে আরো বলি
নাহয় নিয়ে যাও কৈশোর
কিংবা  নিয়ে যাও যৌবনের
সেই টগবগে তারুন্যতায়।
যে বয়সে
চোখ দু'টো ছিল সোনালী স্বপ্নে আঁকা।
প্রতিদিন হৃদয় বাগানে
ফুঁটতো নানা রঙের অজস্র ফুলকলী। 
বৃক্ষের মতো সারা দেহে
গজিয়ে উঠতো সবুজ কঁচি পাতারা।
বাতাসের দোলায় দুলতো আনন্দ হিল্লোলে। 
প্রতিটি লোমকূপের কোষে কোষে
জেগে উঠতো অপূর্ব শিহরণ ।
মনের ভেতর
বেজে উঠতো কত কি মধুর সুর।
কৈ জীবনতো আমার কথা শুনছেনা!
প্রতিদিনই একটু একটু করে
নিয়ে যাচ্ছে নিয়তির অন্ধকার গহ্বরে ।
প্রতিদিনই তিলে তিলে
কেড়ে নিয়ে যাচ্ছে আমার শক্তি মত্তা যৌবন। 
কেড়ে নিয়ে যাচ্ছে 
উচ্ছাস আবেগ আনন্দ আর রঙিন স্বপ্নগুলো।
মলিন করে দিয়ে যাচ্ছে
হাত পা নাক মুখ ঠোট চোখ চুল ত্বক, সমগ্র দেহ
এমন কি;
মুখের হাসিটুকুও মলিনতার পরাগ্রাসে নিমজ্জিত।  
কেড়ে নিয়ে যাচ্ছে
হৃদপিন্ডে বয়ে যাওয়া নির্মল বায়ূটুকুও। 
আর আমাকে ধীরে ধীরে
ঠেলে দিচ্ছে বিষময়  অন্ধকার গলির দিকে।
যেখানে নেই সুর্যের স্বচ্ছ আলো
নেই কোনো নির্মল বাতাস।
সেখানে আছে শুধু
আশার বাতিহীন জীবন, রোগ শোক জরাজীর্ণতা
বার্ধক্যতা আর অন্ধকারে মিলিয়ে যাওয়া ।
এরই নাম কি জীবন চক্র?
এই সরল রৈখিক জীবন, একদিন হয়ে যায় বক্র
=========================
জুলাই ০৩ ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
( লেখকের সর্বস্বত্তাধিকার সংরক্ষিত )

No comments:

Post a Comment