Sunday, July 12, 2015

"সাদা পরী"


"সাদা পরী"
মিজানুর ভূঁইয়া 




দূর পাহাড়ের ঐ পাদদেশে
যেখানে সবুজ প্রান্তর গিয়েছে মিশে।
আজও এই মন ছুটে যায় বার বার
কি যেনো এক অজানা আবেশে।
ছিলেম বসে ওই পাহাড়ের চুঁড়ায়
আচমকা দৃষ্টি আমার মিশে যায়
তোমার মায়াভরা ঐ সীমানায়।
দেখেছি আমি তোমায় এক ঝঁলক
উড়ে যেতে মেলে শুভ্র দুটি ডানা।
শুভ্র বসনা তোমার সারাটি অঙ্গ
ঢাকা ছিল মসৃন সাদা পালকে।
দোপাট্রা উড়িয়ে মিষ্টি ঐ বাতাসে
নগ্ন পায়ে আনমনে চলছিলে হেঁসে হেঁসে।
হয়তো প্রকৃতির সাথে হয়েছে প্রেম ভালবাসা
তাইতো লোকালয় ছেড়ে এই প্রান্তরে ছুটে আসা।
জেগেছিল মনে কি যেনো এক সন্মোহনি মায়া
ঠিক যখনই দেখেছি তোমার অপরূপ ছায়া।
ডানা মেলে যেনো এক ধবল প্রজাপতি উড়ে যায়
আর গুন গুন সুরে কি জানি কি গায় ।
স্বপ্নে ভরা ডাগর দুটি চোখ
এদিক সেদিক কি যেনো খুজেঁ খুঁজে যায়।
সবুজে ঘেরা সেই মায়াবী ভালবাসা
শুভ্র প্রজাপতিও যেনো বেধেছিল মনে বাসা ।
আজও যখন যাই কোনো সবুজে ঘেরা
নিরব নিবৃত কোনো পাহাড়ের কাছে ।
ভাবি শুধু; এই বুঝি এলে তুমি মোর পাশে।
======================
১২ জুলাই ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment