Thursday, July 16, 2015

"ঈদের চাঁদ- ঈদের খুঁশি"

"ঈদের চাঁদ- ঈদের খুঁশি"
মিজানুর ভূঁইয়া


শাওয়ালের চাঁদ উঠেছে; দেখো ঐ আকাশে
ঘরে ঘরে চলছে ঈদের আয়োজন।
একটি মাস ত্যাগের মহিমায় কেটেছে
এবার হবে নানান রকম বাহারি ভোজন।
পরবে সবাই রংবেরঙ্গের জামা কাপড়
আরো থাকবে হাল ফ্যাসানের জুতা ।
এদিক সেদিক পাড়ায় পাড়ায় ঘুরবে সবাই 
চুলের পরে করে নানান রকম সীতা।
ছোট বড় ধনী গরিব দুঃখী সব মুসলমান 
রেখেছে একটি মাস রমজানেরই রোজা।
সবার মনে ছিল একই ধ্যান, একই প্রার্থনা  
ভ্রান্তিগুলো মুছিয়ে দিয়ে, পুন্যের রাস্তা খোজা।
বিশ্বজুড়ে সব মানুষ, আর ধনী গরিব সবার মাঝে
ঈদের খুঁশি আনুক বয়ে সমান আনন্দ। 
ঈদর -আনন্দের এই মহান দিনে
দূর হয়ে যাক ছিল যতো  বিদ্বেষ আর দ্বন্ধ।
====================
ভার্জিনিয়া ইউ এস এ
১৬ জুলাই ২০১৫

No comments:

Post a Comment