Sunday, July 5, 2015

"গোলাবারুদ"



"গোলাবারুদ"
মিজানুর ভূঁইয়া


বারুদ দিয়ে  হয় যুদ্ব
বারুদে হয় শ্বাস রুদ্ব। 
বারুদ নিয়ে হয় রাজনীতি
মানুষ মারার কূটনীতি ।
বারুদ দিয়ে হয় রাজ্য জয়
তাতেই বারুদিদের আনন্দ হয়।
বারুদ বিক্রি করে অর্থ হয়
তাতেই বাড়ে বারুদিদের  শক্তি লয়।
এই বারুদেই হয় মানবতার ক্ষয়
সভ্যতার ঘটে করুণ পরাজয়। 
বারুদে দেখায় ভীতি ভয়
দমন পীড়ন ধ্বংসালয়।
বারুদেই নির্ণয় করে পরাশক্তিধর
দুর্বলকে মাথা চেপে ধর।
বারুদ দিয়ে হয় দেশ শাসন
বারুদেই করে দেশ শোষণ ।
ভয় ভীতি দেখিয়ে করে
নিরীহ মানুষ নিষ্পেষণ ।
বারুদেই হয় যত সব দ্বন্দ 
সুখ শান্তি কেড়ে নিয়ে আনে সব মন্ধ।
বারুদ উড়িয়ে ফুর্তি হয়
সেই বারুদেই মারে মানুষ।
সভ্য এই দুনিয়ার তেলেসমতি
কি অদ্ভুত এক ফানুস ।
এই ধরা থেকে বিদায় নিয়েছে শান্তির দূত
সবাই মজুত করছে বলে গোলাবারুদ।
==================
০৫ জুলাই ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্বাধীকার সংরক্ষিত)

No comments:

Post a Comment