Tuesday, July 14, 2015

"আর কতো রক্ত, আর কতো কান্না"

সদ্য নির্যাতনে মৃত্যুবরণকৃত কিশোর বালক
রাজন এর স্মৃতির উদ্দেশেঃ-
এবং গুনে ধরা পচনশীল সমাজের প্রতি 


"আর কতো রক্ত
আর কতো কান্না"

মিজানুর ভূঁইয়া

কাঁদোঁমা একেবারে বুক ফাটিয়ে কাঁদো
কাঁদো বাবা চিৎকার করে কাঁদো।
আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদো
পৃথিবীর সকল প্রান্তে পৌছে দাও
তোমার কান্নার মর্মবেদনা ।
জানি তবুও যে বুকের মানিক হারিয়েছো
তা আর ফিরে পাবার নয়।
তবে তোমার এই অশ্র সিক্ত
চোখের জলটুকু নদী ও সমুদ্রে গড়িয়ে
পৃথিবীর সভ্য মানুষের কাছে
এই অসভ্য ও বর্বরতার বার্তাটি পৌছে যাক।
তোমার কান্নার বিলাপ সুরগুলো
যদি কোনো ভাবে পৃথিবীর সকল
শান্তির দূতদের কানে এসে পৌছে
তবেই হয়ত; আজন্ম এই পাপক্লিষ্ট ভূমির
কিছুটা লজ্জাবোধ জাগতে পারে।
এই ভূমি জল্লাদের ভূমি, কসাইয়ের ভূমি
মানুষ হত্যার বিচার পায়না ।
হত্যারিরা কিছুদিনের মধ্যেই ছাড় পেয়ে যায় ।
যারা আইন তৈরি করে তারাই
দেশের প্রথম আইন ভঙ্গকারী ।
আর এভাবেই এই ভূমি ধীরে ধীরে
জল্লাদের  কসাইখানায় পরিনত হয় ।
আইন দেশের এবং মানুষের জন্য নয়
পুস্তকায়নের জন্য, পুস্তকে ঘুমিয়ে থাকার জন্য ।
=======================
ভার্জিনিয়া, ইউ এস এ
১৪ জুলাই ২০১৫
 

No comments:

Post a Comment