Sunday, July 5, 2015

"জিয়াউদ্দিন চৌধুরী"

আমার এই বারের প্রিয় মুখ প্রিয়-মানুষ পর্বের
নির্বাচিত ব্যাক্তিত্ত্ব  মেরিল্যান্ড নিবাসী
সবার প্রিয়, জনাব জিয়াউদ্দিন চৌধুরী ।


"সোজা কথা"
প্রিয় মুখ-প্রিয় মানুষ-৯ 

"জিয়াউদ্দিন চৌধুরী"
মিজানুর ভূঁইয়া


প্রিয় মুখ প্রিয় মানুষ
জিয়াউদ্দিন চুধুরী।
বন্ধু বাৎসল মানুষ তিনি,
নাই বাহাদুরি।
কথা যদিও একটু কম বলেন
থাকে তার মুখভরা হাঁসি।
দিনভর থাকেন তিনি খুঁশি রাশি।
অবসর প্রাপ্ত বিশ্ব ব্যাঙ্ক কর্মকর্তা
বাংলাদেশের সিলেটে বাড়ি।
পয়তাল্লিশ বছর পূর্বে আমেরিকাতে
দিলেন তিনি পাড়ি।
নিজ দেশী ভাষা সংস্কৃতিতে
আছে তার গভীর ভালবাসা।
বাংলা ভাষায় কথা বলে
মিঠান নিজের মনের তিশা।
সময় পেলে স্বস্ত্রীক
এদিক সেদিক ঘুরে বেড়ান ।
কখনো বা বাসায় বসে
গল্প উপন্যাসের বই পড়েন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের কোলাহলের মাঝে
উকি দিয়ে খুঁজে পাই; ঐ যে বসে আছেন
আমাদের প্রিয় জিয়া ভাই! 
অবসর বিনোদনে ভ্রমন করেন
বিদেশ কিংবা নিজ দেশে।
প্রবাসে থেকেও; প্রাণ দিয়ে তিনি
নিজ দেশ বাংলাদেশকে ভালবাসে। 
সিলেটি আঞ্চলিক ভাষায়
রম্য রসের গল্প ও কবিতা লিখেন।
মজার যত গল্প ও ছড়া  লিখে
তিনি পাঠকদের হাঁসান। 
কখনো কখনো লিখেন তিনি
মজার মজার জোক।
হাসতে হাসতে পাঠকের
হওয়ার উপক্রম স্ট্রোক।
এমন মজার মানুষ মেলা বড় ভার
বহু গুনে গুনি এই মানুষটি বড়ই চমৎকার ।।
======================
০৫ জুলাই ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্ত্বাধীকার সংরক্ষিত)

No comments:

Post a Comment