Sunday, June 28, 2015

"আত্ন-শুদ্ধি ও রমজান"


"আত্ন-শুদ্ধি ও রমজান"
মিজানুর ভূঁইয়া


 
আসে প্রতি বছর মাহে রমজান
ছিয়াম সাধনার মাস।
করিতে উপলব্ধি  ক্ষুদার মর্ম-যাতনা
করে একটি মাস উপবাস।
হতভাগা বঞ্চিত দরিদ্র আছে যতো চারি পাশ
রোগে শোকে ক্ষুদায় করচ্ছে হায় হুতাশ।
অর্থ প্রাচুর্যে্ ভরপুর আছে যতো পাড়া প্রতিবেশী
তাদের কাছে চায় জীবনের একটু আশ্বাস।
দিনমান রোজা করে, সন্ধ্যায় খেয়ে রাজভোগ
পরকালে মিলিবেনা একই রকম সুখ।
রমজানের তাৎপর্য্য; বুঝা ভুখা মানুষের কষ্ট ও দুঃখ
তাতেই মিলিবে তোমার স্বর্গ সুখ। 
সম্পদের পাহাড় জমিয়ে ধন-কুবের সেজে
নিঃশ্বাস চলে গেলে লাগিবেনা কাজে।
মানুষের দুঃখ কষ্টে সহানুভুতিতা ধর্মের বিধান
স্রষ্টার এই দুনিয়ায় সব মানুষই সমান।
সম্পদ প্রাচুর্য্য সব কিছুই ক্ষনস্থায়ী; বাহিরের আবরণ
সকল জীবেরই একদিন হইবে মরণ।
মাহে-রমজানের এই একটি মাসের উপবাসে
জাগে ত্যাগের মহান ব্রত।
পাশে এসে দাড়াবার সুযোগ মিলে, ক্ষুদা ও দুঃখ বেদনায়
জর্জরিত মানুষ আছে যতো।
ক্ষুদার্তকে অন্ন দিয়ে জীবন বাচানোই হলো আসল ফজিলত
সর্বধর্ম বাণীতে, ইহাই  হলো সব চেয়ে বড় ইবাদত।
===========================
২৮ জুন ২০১৫
ভার্জিনিয়া,  ইউ এস এ
(লেখকের সর্বসত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment