Wednesday, June 3, 2015

"ধর্ম শুলিতে মানুষ বলী"

"ধর্ম শুলিতে মানুষ বলী"
মিজানুর ভূঁইয়া


তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান কিংবা বৌদ্ধ
তাতে কিবা আসে যায়।
এক আসমান একই আলো বাতাসে
সবার হয় ঠাঁই ।
একই প্রদীপের আলো তোমার ঘরে
অন্যের ঘরেও তাই।
তবে কেন মানুষ মানুষের অন্তরে
পায়না কোনো ঠাঁই।
ধর্মে ধর্মে বিভেদ করে ছোট কর
নিজের পরিচয়।
নিজেই শুধু ডেকে আনো নিজের
বিবেকের পরাজয় ।
বিবেক বুদ্ধিতে মানুষ সবার উর্ধ্বে 
পশুর বিবেক নাই।
মানুষ কিভাবে এমনতর হীন কর্মে
নিজেদের জড়ায়।
মানুষ বিধাতার সকল সৃষ্টির শ্রেষ্ট জীব
এটাই আসল পরিচয়।
একই শান্তির মহান বাণী রয়েছে
সকল ধর্ম পুস্তিকায়।
=================
০৩ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment