Friday, May 29, 2015

"আদম ব্যাপারী"


সম্প্রতি বাংলাদেশ ও নেপালের কিছু অসৎ
মানুষের যোগসাজসে নিরীহ মানুষদিগকে
বিদেশে নেয়ার মিথ্যা প্রলোবনের মাধ্যমে
থাই-লেন্ডের গহীন জঙ্গলে মাসের পর মাস
আটকিয়ে রেখে অমানুষিক নির্যাতন করার
পর মাটির নিচে পুতে রাখা হতো অথবা সমুদ্রের
জলে ছুড়ে ফেলে দেয়া হতো।
সেই অমানুবিক কর্মকান্ডের প্রতি গ্রীণা স্বরূপ
আমার এই লেখা। 

"আদম ব্যাপারী"
-------মিজানুর ভূঁইয়া

অমানবিক দুষ্ট দুরাচার
মানুষ মানুষকে করে পাচার । 
এই কোন সভ্যতার আচার
মানুষ বিক্রি করে যোগাস নিজের আহার।
মানুষকে দুর্গম পথে করে পাচার
যোগাস নিজের বিলাস বাহার।
দরিদ্র মানুষেকে করে ভিটাবাড়ি শূন্য
তাদেরকে করিস কেনাবেচার পণ্য।
টাকা কড়ি সর্বস্ব কেড়ে নিয়ে শেষে
গহীন জঙ্গলে মানুষকে রাখিস পুতে ।
অসহায় মানুষের বুক ফাটা আহাজারি
আকাশ জমিন কেঁপে উঠে হৃদয় বিদারী।   
অবুঝ শিশুকে করিস মাতৃস্নেহ হারা
ভুলিয়ে ভালিয়ে করিস দেশ ছাড়া ।
বেচে দিস মানুষ রুপি পাষন্ডদের কাছে
টু-পাইস কমাবার আশে ।
এ কেমন নিষ্ঠুর দানবীয় রীতি
মানবীয় অভয়ব শুধু নাই মনে প্রীতি।
সভ্য এই দুনিয়ার সকল রীতিনীতি ছাড়ি
হয়েছিস ঘৃণ্য নব্য দাস বেচাকেনার
-------------আদম ব্যাপারী।
======================
২৭ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment