Saturday, May 9, 2015

"জননী"

আন্তর্জাতিক "মা" দিবসে পৃথিবীর সকল মা'দের প্রতি
রইলো অকৃত্তিম শ্রদ্বা ভক্তি ও শুভেচ্ছা।


"জননী"
মিজানুর ভুঁইয়া


শূন্য থেকে আসোনি তুমি
এসেছিলে মাতৃগর্ভে।
সেই থেকে যাত্রা তোমার
হলো শুরু রঙ্গিন এই ভূস্বর্গে।
করোনা কখনো মায়ের সন্মান খর্ব।
করিলে মায়ের সেবা
জীবন হয়ে উঠবে সুখ-স্বর্গ।
অবহেলা করোনা কখনো
করিও মায়ের সেবা যত্ন।
ত্রিভুবনে মিলিবেনা আর
এমন খাটি রত্ন।
মায়াময় এই ভুবনে সব মিছে
নিখাদ ভালবাসা মিলে মায়ের কাছে।
তোমার সুনাম, খ্যাতি ও যশে
ঈর্ষায় ফেটে পড়ে যবে সারা দূনিয়া।
একজনই আছে পৃথিবীতে
করেনা ঈর্ষা, সে হলো গর্ভধারিনী মা। 
দেহখানা তোমার হয়েছে হৃষ্ট পুষ্ট
পান করে মায়ের দুধ।
আজীবন সেবা করিয়াও সেই মাকে
হইবেনা সেই ঋণ পরিশোধ।
জীবনের যতো বঞ্চনা, দুঃখ ও বেদনা
দূর হয়ে যায় এক নিমিশে।
হাসিমাখা মুখ নিয়ে 
মা যদি থাকে তোমার পাশে।
==================
০৯ মে ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ
(লেখকের সর্বসত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment