Saturday, May 16, 2015

"জীবন প্রত্যাশা"

"জীবন প্রত্যাশা"
মিজানুর ভূঁইয়া


বন্ধনহীন মুক্তির বাণী
দিয়ে যায় শুধু হাতছানি।
মন বাগানে আলোক রাশি
মুক্ত আকাশে সুর্যের হাসি।
এমনি সজীব সুন্দর জীবন
প্রতিটি মানুষের কাঙ্খিত মন। 
চোরাবালি ঢেকে দিয়ে যায়
স্বপ্নগুলো কোথায় যে হারায়।
কে জানে কোন অশুভ ক্ষণে
কালো মেঘ নেমে আসে জীবনে। 
গোধুলির কালিমায় ভরে উঠে
স্বপ্নগুলো নিমিষেই পিছে হটে।
স্বপ্নের তাঁরাগুলো আবার আসে
চোখের কোণে মিটিমিটি হাসে। 
নতুন তাঁরা জেগে উঠে নতুন আশায়
তাঁরাগুলো ঢেকে যায় অমানিশায়। 
জীবন এভাবেই বার বার হেরে যায়
স্বপ্নের স্বর্গ সুধা খুঁজে নাহি পায়।
তবুও জীবন কবু থাকেনা থেমে
চলে যায় সারা পথ ঘেমে ঘেমে।
শান্তির সপ্নদুতের দেখা মেলেনা
তাই শান্তির পায়রারা পাখা মেলেনা।
=================
রচনা: ১৬ মে ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment