Tuesday, May 5, 2015

"সুখের ঘাটি-নিজ দেশের মাটি"

"সুখের ঘাটি-নিজ দেশের মাটি"
মিজানুর ভুঁইয়া

সুখে থাকি ভাবি আমরা যখন যেখানে যাই
আপন মাতৃভূমির সেই সজীব সতেজ
আনন্দ কোথাও কি খুঁজে পাই।
পরদেশে থাকি স্বপ্নের ভেলায় ভাসি
ভিতরে দারুন ক্ষত, মুখে শুধু হাসি।
বাল্য স্মৃতি যতো ফেলে এসে পিছে
জীবনের আসল মানে হয়ে যায়নিকো মিছে ?
নিজদেশে শ্বাস-প্রশ্বাস নেয়ায় যে স্বস্থি
হউকনা কেনো তাহা কোনো বস্থি।
মিলেনা সেই সুখ অন্য কোন খানে
আপন দেশে স্বর্গ সুখ রেখো তাহা মনে।

===================
০৫ মে ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment