Thursday, April 30, 2015

"নীলনয়না"

একটি প্রেমের কবিতাঃ-

 "নীলনয়না" 
মিজানুর ভূঁইয়া


নীলাঞ্জনা নীলনয়না
নীল শাড়ি পরে। 
অবগাহন করছিলে তুমি
নীল সমুদ্রের পাড়ে। 
আকাশ নীল, সমুদ্র জল নীল
চারিদিকে শুধুই
নীলে নীলে একাকার।
একমুঠো নীল রং তুমি
ছুড়ে দিলে আমার মনের ধার।   
দু'কানে ছিল তোমার
দু'টি কানের দূল। 
ঝুলে আছে যেনো
দুটি নীল পদ্মফুল।
নাকে তোমার নীল নোলক 
মনে তোমার খুশির ঝলক।
গালে ছিল নীল তিলক
দেখে নিলাম তা এক পলক। .
খোঁপায় তোমার বসলো এসে
একটি নীল প্রজাপতি। 
কোন জনমে ছিল তাহার 
তোমার সাথে প্রীতি। 
নীলাঞ্জনা নীলের মেলায়
বাড়লো রূপের জ্যোতি।
নীল স্বপ্ন মনে নিয়ে
আমি হলেম তোমার প্রেমের ব্রতী।
================
৩০ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
   

No comments:

Post a Comment