Wednesday, April 1, 2015

"ভোরের শিশির ও তুমি"

"ভোরের শিশির ও তুমি"
মিজানুর ভুইয়া
 
ভোরের শিশির ভেজা দুর্বা-ঘাসে
সুর্য কিরণ তারই মাঝে হাঁসে।
তোমায় দেখেছি হেটে যেতে
শিশির ভেজা আলতামাখা পায়ে।
সেই স্মৃতিটুকু আজও মনে ভাসে
তুমি চলতে খিলখিলিয়ে হেঁসে
দেখে তাই বন ময়ুরীরা ছুটে আসে।
তুমিও নাচো, ময়ুরীও নাচে
সুখ-স্বর্গ নেমে আসে অনেক কাছে।
সাত রঙ্গে আকাশে রংধণু সাজে
নিজেকে হারিয়ে ফেলেছিলে তারই মাঝে
কি যেন এক মধুর সুর উঠেছিল বেজে।
আমিও চলে এসেছিলাম তোমার একেবারে কাছে
তুমি আচলখানা পেতে দিলে সবুজ ঘাসে।
বললে আমায় বসতে তোমার পাশে
অপূর্ব এক বাধভাঙ্গা প্রানের উচ্ছাসে।
দুজনে গড়াগড়ি দিয়ে দুর্বা-ঘাসে
ভিজিয়ে নিলেম দেহখানা স্বচ্ছ শিশিরে।
হারিয়ে গেলেম আমি তোমার ভুবনে
পেখম মেলে ময়ুরীরা সারাক্ষণ নেচেছিল
তোমায় আমায় ঘিরে চারি পাশে।
সূর্যকিরণ বর্ণীল আলোয় নিলো বরণ করে
দুজনে হেঁসেছিলেম প্রাণ উজাড় করে। 
জীবনের এমনই মধুর দিনগুলো 
কবু কি আর ফিরে আসে। 
======================
০১ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ

No comments:

Post a Comment