Tuesday, March 31, 2015

"সুন্দরকে দেখো দিয়ে অন্তর"

"সুন্দরকে দেখো দিয়ে অন্তর"
মিজানুর ভূঁইয়া


ছোঁয়া গেলেই ভালবাসা যাবে
আর ছোঁয়া না গেলে ভালবাসা যাবেনা
এমনতো কথা নয়!
ভাল লাগার সুখ, চোখের ও মনের।
আকাশের তাঁরার পানে চেয়ে
মনে যে সুখ জাগে
তাকে কাছে পাইনি বলে
কখনোইতো মনে দুঃখ হয়নি। 
বাগানের ফুটন্ত ফুলকে দেখে
মনে যে আনন্দ শিহরণ জাগে 
তাই বলে; তাকে তুলে নেবার
ইচ্ছেতো কখনোই হয়নি।
দোল খেলানো ঢেউয়ের মাতম
সমুদ্র সৈকতে বসে
যতোটুকু উপভোগ করা যায়
কাছে গিয়ে তা হয়না।
সুন্দরকে উপভোগ করতে হয়
দূর থেকে, কাছে গিয়ে নয়। 
সুন্দরকে সাজিয়ে রাখতে হয়
মনের চারিপাশে, স্বযতনে।
================
৩১ মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment