Wednesday, March 25, 2015

"রক্তগঙ্গায় কেনা স্বাধীনতা"

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও আত্মত্যাগী 
সদস্য ও পরিবার পরিজনদের প্রতি রইলো আমাদের
পরম শ্রদ্ধা ও বিনয়ঃ-


"রক্তগঙ্গায় কেনা স্বাধীনতা"
মিজানুর ভূঁইয়া 




রক্তের সাগর পেরিয়ে পেয়েছি স্বাধীনতার স্বাদ
দুঃসহ যন্তনায় বিনিদ্র কেটেছে কতো রাত।
সন্তান হারিয়ে কেঁদেছে মা, ভাই হারিয়ে বোন
নদী নালায় ঝোপ জঙ্গলে কেটেছে কারো জীবন। 
সম্ভ্রম হারিয়ে স্বাধীনতা এনেছে লক্ষ মা ও বোন
প্রানের দামে কেনা মোদের এই স্বাধীন কেতন।
স্বাধীনতা শুধুই ছিলনা একটি রাতের স্বপন
অনেক ত্যাগের বিনিময়ে হলো বীজ বপন।
পুড়লো কতো  ঘর-বাড়ি, পুড়লো মানুষের দেহ
অসহায় মানুষগুলো শোকে তাপে হয়েছিল দাহ।
অফিস পুড়লো, ব্যাঙ্ক পুড়লো, পুড়লো রাস্তা ঘাট
নিরন্ন ও বস্রহীন কেটেছে শীত ও গ্রীষ্মের দিন রাত।
মুল্য দিতে হয়েছে যাদের তারাই শুধু জানে
ব্যাথার সেই করুন বাঁশি আজও বাজে তাদের প্রাণে।
আয়েশ করা খায়েশীরা তখন যেমন ছিলো
এখনও তারা একইভাবে সব লুটে-পুটে নিলো।
শ্রেণীভেদের ভল্লুকী খেল আজও যদি চলে
রক্তে কেনা  স্বাধীনতা যাবে বিফলে। 
রক্ত গঙ্গায় নিজের জীবন ভাসিয়ে যারা দিলো 
 স্বাধীনতার মূল্য  স্বাদ তারা কি পেলো ?
====================
২৫ মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment