Monday, March 16, 2015

"সেদিন দেখেছি বাবার হাসিমাখা মুখ"


আমাদের পরম শ্রদ্ধেয় জন্মদাতা পিতা মনির উদ্দিন ভূঁইয়ার
১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি আমাদের
অগণিত শ্রদ্ধা নিদর্শন পূর্বক এই সামান্য স্মৃতিচারণঃ-
(বাবা ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের একজন সৈনিক এবং পরবর্তিতে
বাংলাদেশ রেলওয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা)
 
 "সেদিন দেখেছি বাবার হাসিমাখা মুখ"
মিজানুর ভূঁইয়া
 
স্মৃতির মিনারে জমে থাকা হাজার স্মৃতি কথা
ভীড় করে অভ্যক্ত যন্ত্রণার সুরে এই মন কোণে ।
জানি; যা গত হয়ে গেছে, তা আর ফিরিবার নয়
তবুও সেই সুখ পরশ বেদনা হয়ে বিষিয়ে দেয় মন
যখন সেই মধুর মানুষটি চলে যায় ছেড়ে এই ভুবন।
একে একে ভাবনাগুলো এসে ভিড়ে মনের চারিপাশে
স্মৃতিমাখা দিনগুলো যেন চোখের পাতায় ভাসে ।
বাবার শাসনের আড়ালে গভীর মমতা আজও মনে পড়ে
মন ভরা সোহাগ আর ভালবাসা দিতেন উজাড় করে।
দেখেছি একদিন; যেদিন বাবা তার সহকর্মীদের সাথে
উচ্ছসিত প্রসংশা করছিলেন আমার মাধ্যমিক পরীক্ষার
ভালো ফলাফলে, মুহুর্তেই বুকখানা তার গর্বে উঠেছিল ফুলে
সেই দিনটির কথা আজও আমি যাইনি ভুলে।
এমনি কতোনা হাজার মিষ্টি মধুর ফেলে আসা স্মৃতি
একদিন আমাদের জীবনে ভরে দিয়েছিল আনন্দ ও প্রীতি।
সন্তানের ভালো অর্জনে  সকল মা বাবারই হৃদয় হাসে
সন্তান বুঝেনা তখন; বুঝে নিজের জীবনে যখন  সেই দিন আসে।
===============================
১৬ই মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment