Friday, April 24, 2015

"একজন নীলার কথা"

"একজন নীলার কথা"
মিজানুর ভূঁইয়া


নীলা; তোমায় বাহির থেকে যায়না দেখা
তোমার অন্তর কত পোড়া।
সহস্র বার তুমি চেয়েছিলে
দিতে সংসার তোমার জোড়া।
সোহাগ দিয়ে, যতন করে
সংসারখানা রেখেছিলে আগলে
ভাগ্যের চাকা পিছন ঘুরে গেল সব বদলে। 
বুঝলোনা পতি তোমার সংসারী মায়া
অর্থলোভে মত্ত ছিল স্বামী নামের ছায়া।
নিরুঙ্কুশ ভালবাসার পায়নি প্রতিদান
পেলে শুধু বঞ্চনা আর হলে অপমান।
মনে তোমার স্বাদ ছিল আসবে ঘরে
আলো করে একটি নতুন মুখ।
সেই কপাল আর হলোনা, ভাঙ্গলো তোমার বুক।
ঘর ছেড়ে পাড়ি দিলে নিরুদ্দেশের পথে
ভাগ্য তোমায় তাড়িয়ে নিলো অনাথ আশ্রমে।
হাজার শিশুর কলরবে কাটছিল দিন সুখে
মায়ের মতো সবাইকে তাই জড়িয়ে নিতে বুকে।  
নিজ সন্তানের মা হওয়ার ভাগ্য জুটলোনা
আশ্রমে হলে তুমি হাজার শিশুর মা।
অনাথ শিশুদের মা হয়ে ধন্য করেছো মাতৃকূল
তোমার খোঁপায় গুজে দিলাম এক গুচ্ছ ফুল।
======================
২৩ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ 

No comments:

Post a Comment