Thursday, April 2, 2015

"সোনার বাংলায় ফলেনা সোনা"

"সোনার বাংলায় ফলেনা সোনা"
মিজানুর ভুঁইয়া
 
সোনার বাংলায় ফলেনী সোনা
পদে পদে শুধুই ষড়যন্ত্র বেধেছে দানা।
মুনাফালোভী ফড়িয়ারা চারিদিকে আজ
গড়ে তুলেছে দুর্নীতির আস্তানা।
খাদ্যে যারা বিষ মিশিয়ে করছে মুনাফা
পিচাসগুলো নিজস্বার্থের করছে রফাদফা। 
নামেই শুধু মানুষ, নাই তাদের মনুষত্বের বালাই
লক্ষ্য শুধু মানুষ মেরে করবে টাকা কামাই। 
ঔষধে ভেজাল দিয়ে ব্যবসা যারা করে
দুষ্ট মনের নষ্টামিতে মানুষগুলো মারে
সেই ঘাতকেরা সবার সামনে বড় বুলি ছাড়ে।
দেশ প্রেমের নাই বালাই, নাই কোনো চেষ্টা
দুরাচারের দুর্নীতিতে ভরে গেলো দেশটা।
চিকিৎসার ধুম্রজালে শুধু চলছে শঠতামী
হাসপাতালের নামে  উঠছে বেড়ে অট্রালিকা দামী।
বিদ্যা-শিক্ষা যাইবা থাকুক ডাক্তার তিনি নামী
প্রেসক্রিপশন ধরিয়ে দেন, না শুনে রোগীর কাহিনী। 
চিকিৎসা যেনোতেনো, খোজেন শুধু পাতি
মানবতার বিচারেতে আসলে তারা কোন জাতী ?
চোরাচালান আর মাদক ব্যবসায় রাতারাতি কোটিপতি
কি আসে যায় দেশের হলে কিছু ক্ষতি 
যুব সমাজ বিভ্রান্ত আজ করছে মাদক নেশা
সোনার বাংলায় সোনা ফলার কি থাকে আর আশা ?
দুই দিন আগে ফুটপাতে শুইয়ে যে গড়াগড়ি খায়
আজ সেজন বিলাসবহুল স্বর্ণ কুঠির বানায়।
সত্য কথা বলতে গিয়ে মানুষ জীবন হারায়
চারিদিকে অসৎলোক হুঙ্কারে সব কাপায়।
যোগ্যলোকে পায়না তার ভাল কাজের সন্মান
অসৎলোকের দাপটে দেশ-জনতা আজ হয়রান। 
লক্ষ প্রানের বিনিময়ে হলো স্বপ্নের দেশ স্বাধীন
স্বপ্নগুলো বন্ধি আজও, রয়ে গেলো দুষ্টচক্রের অধীন।
=========================
০২ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ


No comments:

Post a Comment