Sunday, April 19, 2015

"চির সবুজ মিলন মাওলা"

"সোজা কথা"
এবারের প্রিয় মুখ প্রিয় মানুষ বৃহত্তর ওয়াশিংটনের
লোক সংস্কৃতির প্রাণ ও সৃষ্টিশীল সংস্কৃতির পুরোধা
আমাদের সবার প্রিয় শেখ মিলন মাওলা।


প্রিয় মুখ প্রিয় মানুষ-১১

"চির সবুজ মিলন মাওলা"

চির সবুজ অভয়ব তার, সদা হাসি ভরা মুখ
সৃষ্টিশীল সংস্কৃতিতে তার আনন্দ আর সুখ।
ভাষা আর সংস্কৃতির দরদ ছিল তার মনে
বাংলা স্কুল সেবা করেছিল তাই মিলে ক'জনে।
চির চেনা বন্ধু বৎসল তিনি অতিশয়
মানুষের প্রতি সদা থাকেন সদয়।
স্বভাবে মার্জিত আর অতি বিনয়ী
সহজে মানুষের মন জয় করেন তিনি।
লোক সঙ্গীত আর শুদ্ধ সংস্কৃতিতে পাগল পারা
লোক সংস্কৃতি রক্ষায় তাই গড়েছেন "একতারা"
ভিন ভাষী পত্নী তার,থাকে মুখভরা হাসি
গুনে মানে এতোই দক্ষ তিনি
হয়ে গেলেন পাকা বাংলা ভাষী।
সকল কর্মে গুণী পত্নী থাকে তারপাশে
নিজ গুনে সামলে নেন যখন যা আসে।
আছে তার এক কৃতি ছেলে ,আর এক কৃতি মেয়ে
অতিশয় নম্র দুজনেই, আছে বাবা মায়ের যতনে।
লেখা পড়ায়  যেমনী  ভালো তারা
আপন সংস্কৃতিক অঙ্গনেও তাই।
মা বাবা ধন্য দুজনেই যার কোনো জুড়ি নাই।
======================
১৯ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment