Sunday, April 12, 2015

"দেখিনা সেই আমের মুকূল"

"দেখিনা সেই আমের মুকূল"
মিজানুর ভূঁইয়া 


আমাদের বাগানে ফোঁটে কতো নানা  রঙের ফুল
এতো ফুল দেখি তবে দেখিনা আমের মুকুল।
ভিনদেশের ভিন্ন নিয়ম, প্রকৃতিতে ও তাই
নিজ দেশের বৈশাখী আমের মুকুল খুঁজে নাহি পাই।
চারিদিকে দেখি কতো হাজার রকম ফুলের সমারোহ
দেখিতেই বাহার শুধু, নাই সেই চিরচেনা সৌরভ।
স্বদেশের মাটি খাঁটি কতো ফুল ও ফল
চারিদিকে আনন্দ যত মনে ততো বল।
নিজদেশের মাটির গন্ধ  প্রান ভরে যতো
বিদেশের কৃত্তিম মাটি, নয় আমার দেশের মতো। 
ভিজে বর্ষার রিমঝিম টুপটাপ বৃষ্টি
সারাদিন ভিজে গায়ে, হই-হুল্লুর আনন্দ আর অনাসৃষ্টি
মায়ের বকুনি ছিলো যেন টক ঝাল  মিষ্টি।
বিদেশের মাটিতে পাওয়া ভার অপূর্ব সেই কৃষ্টি।
প্রবাসের কৃত্তিম বাসে যতই জৌলুস থাকুক
জীবন কাটানো শুধুই, মনে থাকেনা সেই আনন্দ আর সুখ। 
নিজ দেশের শীতল হাওয়া পাখির কলরব
নদী নালা খাল বিল আনন্দে সরব।
প্রবাসের যান্তিক সভ্যতায় যায়দিন কোনো  মতে  কেটে
তার চেয়েও আরো বেশি আনন্দ পেতাম মেঠো পথে হেটে।
===========================
১২ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment