Tuesday, April 14, 2015

"বৈশাখে নতুন যাত্রা"

"বৈশাখে নতুন যাত্রা"
মিজানুর ভূঁইয়া



রূপ মাধুর্যে আছো তুমি প্রাচুর্যে
হে আমার বঙ্গজননী।
বিশ্বময় ঘুরলাম এতো
তোমার মতো এতো রূপ আর দেখিনি।
বৈশাখে তোমার যাত্রা শুরু
গায়ে মেখে খুশির নানান রং
মঙ্গল শোভাযাত্রায় নেচে কর কীর্তন ঢং।
তুমি পুরনোকে জানাও বিদায়
নতুনের ঘটাও আগমন।
অসত্যকে পিছনে ঠেলে দাও তুমি
সত্য ও সুন্দরকে জানাও স্বাগতম। 
হে বৈশাখ, তুমি মনে আনো নতুন সাজ
আনো বেচে থাকার হাজার স্বপ্ন স্বাদ
তুমি গৌরবময় বাঙ্গালীর ঐতিহ্য নিখাদ। 
নতুন বছরের নতুন আশায় তোমায় স্বাগতম
জাগাও তুমি বাঙ্গালীর মনে খুশির মাতম।
রুপুশি বাংলা সৌর্যে-বীর্যে তুমি মহান,
বৈশাখে এলেই আমরা গাই তোমার গান ।
===================
১৪ এপ্রিল ২০১৫
১লা বৈশাখ ১৪২২
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment