Friday, June 12, 2015

"পুরনোয় নতুন সমীকরণ"


"পুরনোয়  নতুন সমীকরণ"
মিজানুর ভূঁইয়া

তুমি এবং সে
পুরোনোয় পুরোনোয়
মিলে হলে নতুন ।
মাঝখানে বন্ধি কিছু সময়
নিয়মের চৌহদ্দিতে ।
দুটি চৌবাচ্চায় বন্ধি জল
মাঝখানে বিভাজিত স্থল ।
কেটেছে জীবনের
ক্লান্তিকর কিছুতা  সময় ।
দুই দিগন্তে
কিছুটা অস্থির জীবন ।
যদিও কথা ছিল
পূর্বজনমে, 
এই জনমে হবে
দুজন দুজনার ।
বিদী বাম, হলোনা তা
তাতে কিইবা হয়েছে;
উল্টিয়ে দিলে
জগতের নিয়ম রীতি। 
ফুফে উঠেছে দুই চৌবাচ্চার  জল
বাধ ভেঙ্গে
মিলে গেছে অথৈ সাগর।
কে রোধে সেই যোয়ার
মহা সমুদ্রে মিলে একাকার।
পুরোনয় পুরোনয় মিলে
নতুন এক জল সমুদ্র ভান্ডার।
===============
 ১২ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস

No comments:

Post a Comment