Sunday, June 21, 2015

"মা বাবা দুজনেই সমান উপাস্য"

"মা বাবা দুজনেই সমান উপাস্য"
মিজানুর ভূঁইয়া




মায়ের কাছে যেমন ঋণী
পিতার কাছেও তাই।
দুজনেরই সমান ত্যাগ
যার তুলনা নাই ।
মা রেখেছেন আগলে বুকে
বাবা দিয়েছে মাথার উপর ছায়া।
দুজনের বুকের ভিতর
ভীষণ রকম মায়া।
বাবা এনেছে খাওয়া যুগিয়ে
মা তুলে দিয়েছেন মুখে।
দুজনেরই চিন্তা ছিল
সন্তান যেনো থাকে সুখে।
মা বাবার স্বপ্নের ফসল
সন্তান দুনিয়ায়।
এর চেয়ে বড় শান্তি সুখ
আর কি পাওয়া যায় ।
কেউ বড় নয়, কেউ ছোট নয়
দুজনেই সমান।
এই কথাটি অতিব সত্য
রেখো মনে ঈমান।
আল্লাহতায়ালা হলেন সৃষ্টিকর্তা
তাই তিনি হলে মহান।
ভাবতে হবে আল্লাহর পরেই
মা ও বাবার স্থান।
দিনরাত যেমনি এবাদত করো
আল্লাহকে পেতে।
তেমনি তোমার আশীর্বাদের জন্য
মা বাবার কাছে হবে যেতে।
আল্লাহকে পেতে হলে চাই
মা বাবার দোয়া।
সেই সত্যটি পূরণ না হলে
বেহেস্ত যাবে খোয়া।
মা বাবা দুনিয়াতে ছিল বলেই
তোমার জীবন পেলে।
জীবনের এই পরম সত্যটিকে
যেওনাকো ভুলে।
****************
২১ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
(লেখকের সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত )

No comments:

Post a Comment