Tuesday, June 16, 2015

"কোনো কিছুই থেমে নেই"

 "কোনো কিছুই থেমে নেই"
মিজানুর ভূঁইয়া


এই জগতে কোনো কিছুই থেমে নেই
পৃথিবী তার আপন নিয়ম মতো
দিন রাত চলছেতো শুধু চলছে।
সুর্য্ জেগে উঠছে, সুর্য ডুবছে যাচ্ছে
আকাশেতে কালো মেঘ ভাসছে
সুর্যের আলোতে আবার আকাশটা হাসছে।
বজ্রের হুঙ্কারে আকাশটা কাঁপছে
নীল আকাশটা স্বপ্ন নিয়ে ভাসছে।
অশান্ত ঝড়ো হাওয়া দ্রুত বেগে ছুটছে 
শান্ত স্থিবির কমল হাওয়া আবার বইছে।
রাতের আকাশ তাঁরার আলোয় জ্বলছে
কখনো আবার অমানিশায় ঢাকছে।
বৃক্ষ শাখা সবুজ পাতায় ভরে উঠছে
পাতাগুলো আবার ঝরে পড়ছে।
মানুষ মহাশূন্যে পাড়ি দিচ্ছে
আবার পাতালেতে ফিরে আসছে।
গাড়ির চাকাগুলো দ্রুত গতিতে চলছে 
আবার স্থির হয়ে থেমে থাকছে।
মানুষ কর্ম ব্যস্ততায় ছুটে চলছে
সন্ধ্যে বেলায় বাড়ি ফিরে আসছে।
দুঃখ বেদনায় শোকে তাপে সবাই কাঁদছে
সুখ শান্তিতে হৃদয় উজাড় করে হাসছে।
মানুষ ঝগড়া বিবাদ আর হানাহানি করছে
প্রেম প্রীতি ভালবাসায় বুকে তুলে নিচ্ছে।
নতুন শিশুর জন্মে সবাই প্রাণ খুলে হাসছে
আপনজনের মৃত্যুতে চিৎকার করে কাঁদছে।
এই পৃথিবীতে যতো কিছু সৃষ্টি হয়ে আসছে
সকল কিছুই অবশেষে বিলীন হয়ে যাচ্ছে। 
=====================
  ১৬ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment