Saturday, June 20, 2015

"দিন বদলের হাওয়া"


মিজানুর ভূঁইয়া


 
বাবা ছিলেন ডাটশেটে ইঞ্জিনিয়ার
আমি হলেম পদ্যকার।
পেশার নেশায় আমায় কেড়ে নিয়েছে
মহা-দিগ্বিজয়ী কম্পিউটার।
কম্পিউটারের সাত প্যাচে আমি ধরাশায়ী
হয়ে গেছি যেন জন্তু দু'পায়ী।
ঘরে বাইরে কাজে শুধুই কম্পিউটার যাতনা
পদ্যের ভাবনাগুলো  মাথায় আসেনা ।
দিনরাত জেগে শিখা, নতুন নতুন প্রযুক্তি
কমে যাচ্ছে মানবিক সব শক্তি।
প্রযুক্তির জোয়ারে আমরা সবাই দিশেহারা
মানবিক মূল্যবোধগুলো হয়ে যাচ্ছে হারা ।
মানুষ কাছে আসে শুধু; নিজের প্রয়োজনে
অন্যের প্রয়োজন, কে তাহা শোনে।
ব্যস্ত সবাই কম্পিউটার, আই-প্যাড আর ফোনে
সময় এমন এখন, কে কার কথা শোনে ।
আবেগীয় পদ্যের অবস্থা আজকাল বড়ই করুণ
যান্ত্রিকতা সেখানে ঘটিয়েছে বিস্ফোরণ।
সম্পর্ক স্নেহ ভালবাসা আছে লেখা শুধুই পুস্তিকায়
এই যুগের হৃদয়ে তাহা খুঁজে নাহি পায়।
লেগেছে বুঝি পালে দিন বদলের হাওয়া
মূল্যবোধের সপ্নগুলো খেয়েছে ভীষণ ধাওয়া।
========================
২০ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের সর্বসত্তাধিকার সংরক্ষিত
 


No comments:

Post a Comment