Saturday, August 31, 2013

" মানব নিধন খেলা"

 
" মানব নিধন খেলা"
মিজানুর ভূঁইয়া


খেলোনা আর তোমরা যুদ্ধ যুদ্ধ খেলা
আজ অবদি, তা হয়ে গেছে বহু ঢেলা।
আপন স্বার্থে ও কুমত্তে মানুষ মারা
এ নয়, সভ্যতা ও মানবতার বিধান ধারা।
আপন জীবনকে তুমি যতটুকু ভাসো ভালো
তবে অপরের জীবন কেনো ভাবো এতো ক্ষীন।
যুদ্ধের নামে শিশু ও মানুষ মারিয়া
তুমি কি চাহো অর্জিতে, কি করিতে চাহো জয়।
বুঝোকি তুমি; আত্মবিদ্ধংসীছো নিজেকে তোমার
আর করছো সভ্যতা ও মানবতার ক্ষয়।
তোমার আপনার কাছে জীবন যেমন মায়াময়
অপরের জীবন তার কাছেও একই সম রয়।
যারা খেলিছে নিত্য মানুষ মারা দুষ্টচক্র খেলা
তারা আসলেই বহিছে আপন গাত্রে অগ্নিদগ্ধ জ্বালা।
যেজন বধিছে মানবকূল, করিছে সমাজ সংসার সারা,
সেজন মানুষ নয়, অন্য কিছু; জন্মিছে কোন কূল হারা।
মানুষে মানুষে এই ধরায় বাঁধিতে হইবে
একই রেশ,খেশ, ভাতৃত্ব ও গোত্র ধারা।
তবেই সকল জীবনে আসিবে শান্তি, সমৃদ্ধি
আসিবে মঙ্গল ও অনন্ত সুখের স্রোত ধারা।
-------------------------------------
অগাস্ট ৩১ ২০১৩ 

Tuesday, August 27, 2013

"ভালবাসার দুরত্ব"

"ভালবাসার দুরত্ব"
মিজানুর ভূঁইয়া

তোমার আকাশটা এতো বেশি দূরে 
যাকে আমি শুধু কল্পনাই করতে পারি
কিন্তু ছুতে পারিনা।
তোমার আকাশটা তাঁরায় তাঁরায় পূর্ণ
আমার আকাশটা আজ ভীষণ মেঘে ডাকা।
তোমার আকাশটা ভীষণ নীলিমায় সাজানো
আমার পৃথিবীটা ভীষণ রংহীন সীমাহীন প্রান্তর।
তোমার সাজানো আকাশটা ধীরে ধীরে
আমার নাগাল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।
তাই আজ নিজেকে নিয়ে ততোটা ভাবিনা
যতোটুকু তোমায় নিয়ে ভাবি।
তবুও দেখি তোমার কামনা বাসনাগুলো
আমার অজান্তে অবহেলায় পরিনত হয়।
আমার ইচ্ছেগুলো এত দূর দিয়ে হাটে
যাকে অনূভব করি কিন্তু ছুতে পারিনা।
তাইতো তোমার কামনার আকাশ থেকে
আমাকে নক্ষত্রের মতো ছুটে পড়তে হয় ভূমিতে।
-----------------------------------------------------
অগাস্ট ২৭ ২০১৩

Monday, August 26, 2013

                                "উচু তলার মানুষ
                                            ও
                                  নিচু তলার ছায়া"
         মিজানুর ভূঁইয়া:-
                                      (১)
টোকাই: স্যার, কাল সকালে আপনার নাস্তার মেনুটা কি হবে?
সাহেব: আমার মেনুতো আমার খানসামা আর্দালিরা ঠিক করে।
তারা আমার পছন্দ অপছন্দের বিষয়গুলো পুর্বাবহিত
আমার স্বাস্থ্য সম্মত খাদ্য তালিকা প্রণয়নে ওরা বেশ পারঙ্গম।...
তবে অনুমান করি, কয়েক ফালি টোষ্টেট ব্রেড, মাখন, জ্যালি
অমলেট, ঘি ভাজা পরওয়াটা, বুনো-গোস্ত, শাহী হালুয়া,
হরেক রকম ফলফলাদি, ফলের রস, গ্রীন টি, কফি যা প্রতিনিয়ত
টেবিলে সাজানো দেখি; তেমনই  কিছু একটা হবে হয়তো!
সাহেব: আমিতো আমার মেনু বললাম, এবার তোমারটা বলো শুনি?
টোকাই: আমি! এই আমি; পৃথিবীতে এই কঙ্কালসার দেহটি নিয়ে বেচে আছি
সেটাইতো ভগবানের পরম কৃপা, আবার নাস্তা! সেতো দুঃস্বপ্ন মাত্র।
যদি কোনো কারণে ভাগ্যে জুটে, তবে একটি শুকনো রুটি
অথবা রাতের খাবার থেকে বেচে যাওয়া একমুঠো পানি ভাত
আর টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে পেট ভরা আর কি।
স্যার, আমিতো আপনার বাড়ীর পিছনের ছায়াতে ঘুমাই
আমিতো ছায়া স্যার, আমি আপনার দালানের ছায়া।
জীবন নিয়ে জন্মানোই যার পাপ, তার আবার খাদ্য বিলাস!!!!!
----------------------------------------
অগাস্ট ২৬ ২০১৩
চলবে-----------(বহু খন্ড)

Sunday, August 25, 2013

"মুল্যবোধের গানগুলো"

"মুল্যবোধের গানগুলো"
মিজানুর ভূঁইয়া

কাল রাতের বেলা দরাজ কন্ঠে যাদু করা
গানগুলো, মোর লাগলো ভীষণ ভালো।
মধুকরা সুরগুলো মোর হৃদয় ছুঁযে দিলো।
প্রাণে আমার নতুন করে জেগে উঠলো 
সুবাসমাখা পুরানো সেই মধুর দিনগুলো।
মুগ্ধ মনে সঙ্গপণে হৃদয় দিলাম পেতে
গানগুলো মোর প্রানের কোণে উঠলো ভীষণ মেতে।
হৃদয় ছোয়াঁ ও প্রাণ ভরা এই গানগুলো,
যেনো আমরা হারিয়ে যেতে না দেই এই প্রাণগুলো।
তবেই বেছে থাকবে বাঙ্গালীর আসল ধ্যানগুলো।
-------------------------
অগাস্ট ২৫ ২০১৩

Wednesday, August 21, 2013

"বর্ণচোর"

"বর্ণচোর"
মিজানুর ভূঁইয়া

ছদ্ধবেশী, বর্ণচোরা, আত্মভোগী,
ষড়যন্ত্রকারী ও দুষ্ট চক্রের দল।
অমানিশা রাতে চুপিচুপি বাঁধে
ঐক্য জোট ও ষড়যন্তের জাল।
আকাশ বাতাস কাঁপায় পরে
আর করে শান্ত নদীর জল উচ্ছল।
করে তারা ভান,...
নেয় মানুষের সরল বিশ্বাস কাড়িয়া।
অবশেষে দেয়,
উদুর-পিন্ডি বুদুর গাড়ে চাপিয়া।
অবশেষে আসে দিন
আত্মঘাতী ফাঁদপাতা জালে
নিজেই ধরা পড়ে, কাঁদে মুখ লুকাইয়া।
------------------------------
অগাস্ট ২১ ২০১৩

Tuesday, August 20, 2013

"স্বপ্নবিলাসী তুমি"

"স্বপ্ন বিলাসী তুমি"
মিজানুর ভূঁইয়া

তুমি আরেকবার চেষ্টা করে দেখো
আরেকটি কপাট পেরুলেই; হয়তো, 
তোমার ভাগ্য খুলে যাবে ও মিলে যাবে
তোমার প্রত্যাশিত স্বর্গীয় সুখের ঠিকানা।
তোমার উচ্চাবিলাসী মন চায় স্বর্গবাস!
সেটাই তোমার মনের প্রচন্ড স্বপ্ন ও বাসনা।
আর তা যদি মিলে-ই যায়! তবেই,
মিটে যাবে তোমার মনের সুপ্ত রসনা।
তুমি প্রতিদিন তোমার মনের কোণে
জাগাও শত সহস্র রঙ্গিন স্বপ্ন রাশি রাশি।
আর সেই খুশিতেই সারাটি দিন ক্ষণ  
তোমার কেটে যায় হাসি খুশী!!
পৃথিবীতে হেনো কাজ নেই,
যা তুমি করতে পারোনা;
যদি কেউ তোমাকে স্বপ্ন দেখায়
সেই স্বর্গের চাবিটি দেবে বলে।
তুমি সুখ-স্বর্গ লাভে,
করতে পারো; পাহাড়কে সমতল ভূমি
আর সমতল ভূমিকে গিরিসম।
তুমি জলসমুদ্রেকে বানাতে পারো মরুভূমি
আর মরুভূমিকে বানাতে পারো বিশাল জলাশয়ে।
তোমার উচ্চাবিলাসী মন; সুখ লাভে আপোষহীন,
প্রয়োজনে কিছু রক্তপাত; সেতো খুবই সামান্য।
তবুও তোমার প্রত্যাশার বাস্তবায়ন চাই।
ভালবাসা, মানবতা,আবেগ, সম্পর্ক, পারিপার্শিক দায়িত্ববোধ
তোমার কাছে সবই নস্যি, তোমার শুধুই চাই
সীমাহীন আত্মসুখ, আত্মতৃপ্তি, আত্মভোগ।
তুমি হলে মানব বিধংসী দুর্দান্ত গুর্নিঝর
ও "স্বপ্ন বিলাসী তুমি"
-------------------------------------------
অগাস্ট ২০ ২০১৩

Thursday, August 15, 2013

"শতাব্দীর শ্রেষ্ট তুমি"

শতাব্দীর সর্বশ্রেষ্ট বাঙ্গালী ও জাতীরজনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্ম বার্ষিকীতে
ফুলেল শুভেচ্ছা:-
  
 "শতাব্দীর শ্রেষ্ট তুমি"
মিজানুর ভুইয়া:-
আমার ভূমিতে প্রিয় তুমি
পরাক্রমশীল এই বঙ্গভূমি।
শতাব্দীর কিংবদন্তী তুমি
স্বাধীন পতাকা উড়িয়েছো তুমি।
বিজয়ের উল্লাসে মাতিয়েছো তুমি,
গুছিয়েছো জাতীর পরাজয়ের গ্লানি
শুনিয়েছো স্বাধীনতার অমর বাণী।
তবুও কেনো আজ এতো হানাহানি।
আজ হৃদয় কাঁদে, কাঁদুকনা
ব্যথার বেদন সাধে, সাধুকনা 
দেখতে চাইনা ঘাতকেরা হাসুক
আমার হৃদয়ে কাঁটা ফুঁটুক। 
নয়ন জল রাখিতে পারিনা রোধিয়া
হৃদয় কাদে ফুঁফিয়া ফুঁফিয়া।
তুমি আসিবে আবার আরেক জনমে
রহিলাম আমরা সেই স্বপনে।
তোমার আনীত মুক্তি
দিয়েছে কোটি প্রাণে মহাশক্তি।
বাঙ্গালী জাতী আজ পৃথিবীর কাছে
মাথা উচু করা সম্ভাবনাময় পরাশক্তি।  
----------------------------
অগাস্ট ১৫ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

Monday, August 12, 2013

"হৃদয়বাসী"

"হৃদয়বাসী"
মিজানুর ভূঁইয়ান
 
আমার সোনালী স্বপ্নে ঘেরা সাজানো এই সংসার
সে আমার প্রিয়তম সন্তান।
আমার হৃদয়ের অলিন্ধে জমে থাকা ভালবাসার সম্ভার 
সে আমার প্রিয়তম সন্তান।
আমার প্রতিটি শিরায়২ প্রবাহিত পবিত্র রক্ত কণিকা, 
সে আমার প্রিয়তম সন্তান।
আমার জীবনের সকল বাস্তবতা, অস্তিত্ব ও অর্জন
সে আমার প্রিয়তম সন্তান।
আমার জীবনের প্রতিটি ক্ষণের সুন্দর অনুভুতিগুলো 
সে আমার প্রিয়তম সন্তান।
আমার হৃদয়ে পোষা সেই স্বপ্নের রঙিন প্রজাপতিটি
সে আমার প্রিয়তম সন্তান।
আমার জীবনের প্রতিটি ক্ষণের প্রত্যাশা ও প্রাপ্তি
সে আমার প্রিয়তম সন্তান।
আমার জীবনের সকল আত্মমর্যাদা ও অহংকার
সে আমার প্রিয়তম সন্তান।
আমার হৃদয় বাগানে বেড়ে উঠা অঙ্কুরিত সেই ফুল গাছগুলো
আজ শ্যামল সতেজ বাতাসের দোলায় ক্রমাগত বেড়ে উটছে।
প্রতিটি দিন, প্রতি ক্ষণ আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি,
সেই ফুলের চারাগাছগুলো কতো সতেজভাবে পরিপূর্ণতায় ভরে উঠছে।
জীবনকে বয়ে নিয়ে যাচ্ছে একটি মানবীয় অভয়বগত পরিপূর্ণতার দিকে। 
এ যেনো বুহুমুখী নাদেও প্রবাহ সমস্ত উর্বরতা ও পলিমাটিগুলো
এনে মোহনায় মিলায়, একটি বিশাল ভূখন্ড তৈরির প্রত্যয়ে।
------------------------------------
অগাস্ট ১২ ২০১৩

Saturday, August 10, 2013

"মানুষ আমরা"

"মানুষ আমরা"
মিজানুর ভূঁইয়া


 লোকে বলে মানুষ চেনা বড়ই কঠিন কাজ।
 মানুষতো চিনির শরবত নয়,
যে কিঞ্চিত পান করে এর স্বাদ বুঝা যাবে।
 অথবা মানুষতো লবনও নয় যে,
এক দানা মুখে দিয়ে এর গুনাগুন আস্বাদন করা যাবে।
 মানুষের বহু ধারা চারিত্রিক বৈশিষ্ট,
সেটা চিনি বা লবনের মতো এক মাত্রিক বৈশিষ্ট নয়,
মানুষ পারিপার্শিক বৈশিষ্টতা অবলম্ভনে গড়ে উঠে বলেই
 বহুমাত্রিক ধারা ও চারিত্রিকতা বিদ্যমান।
 একজন মানুষের সাথে দীর্ঘ মেলামেশার পরও
 সেই মানুষটির প্রকৃত রূপ ও চরিত্র অনুধাবন করা কঠিন।
 স্বার্থপর ও ছদ্ববেসি মানুষ ঝিনুকের মতো খোলস পরে থাকে,
যার ভিতরটা দেখতে দৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হয়।
 কিছু মানুষের ধরন অনেকটা অমানিশা রাতের মতো বিদগুটে
 যা দিনের আলোর স্বচ্ছতার সম্পূর্ণ বিপরীত। 
কিছু মানুষ শুধুই জানে নিতে আর কিছু শুধু দিয়ে যায়।
 কিছু মানুষ চতুর ও নিষ্ঠুর আর কিছু সদয় ও বিনয়ী।
 ঝিনুক এবং অমানিশার প্রকৃত সরূপ বিলম্বে হলেও
 দেখা দেয়, সেটাই আসল বাস্তবতা। 
আসলেই আমরা ভুলে যাই বার বার,
আমরা মানুষ সত্য ও সুন্দর সৃষ্টি, তাহার উপর নাই।
-------------------------------------------
অগাস্ট ১০ ২০১৩

Monday, August 5, 2013

"জীবন যুদ্ধ"

মিজানুর ভূঁইয়ান:-

তুমি একজন নারী  জননী
হয়তোবা, কারো ঘরের ঘরণী
অথবা কোনো স্বামী পরিত্যক্তা 
কিংবা সমাজ বির্জিতা 
অথবা নদী ভাঙ্গা ভূমিহীন 
আশ্রয়হীন শহরকূলে ভেসে আসা মানবী
তোমার ঠিকানাবিহীন জীবন 
খুঁজে পেয়েছে আজ এই পাথরশালা।
জীবন নাটকের কোন চরম দূর্বিপাকে
তোমার জীবন খুঁজে পেলো এই ঠিকানা 
তা কে- বা জানেআর কে- বা তার খবর রাখে। 
পাথরের ভগ্নাংশের মতোই প্রতিদিন
তোমার সকল রঙিন স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার
তোমার হাতুড়ির প্রতিটি আঘাতে আঘাতে 
খুলে যায় বেচে থাকার একমুঠো ভাতের দরজা। 
তোমার এই ক্লান্ত অবসন্ন জীবনের গল্প
প্রাসাদবাসীদের কানে কখনোই পৌছবেনা।
তোমার প্রতিদিনের ঘাম ঝরা অবসাদে
এই পৃথিবীর কারোরই কিছু যায় আসেনা
তোমার বাহুবেষ্টিত দুগ্ধ পানরত অবুঝ শিশুটি
দৌ জানেনা তার জীবনের ঠিকানা কোথায়
আর জীবন অঙ্কের যোগ বিয়োগের সমীকরণে
এই জীবন তরী কোথায় গিয়ে ভিড়ে কে- বা জানে
তবে! জীবনে এই বন্দুর পথ চলার শেষ কোথায়?????
------------------------------------------------
অগাস্ট ০৫ ২০১৩

Friday, August 2, 2013

"ধরনীর উদারতা"

মিজানুর ভুঁইয়া

আকাশ ভরা স্বপ্ন মোর
ভূবন ভরা মন। সমুদ্র জল ছলছল হৃদয় উঁচাটন।
সবুজ শ্যামল  মায়া ঘেরা ভালবাসা মোর হৃদয় উজাড় করা।
স্নিগ্ধ  কোমল বায়ু,বন্ধু হয়েছে মোর, বাড়িয়েছে আইয়ু।
সূর্য্য কিরণ হৃদয় জুড়ে আনে প্রত্যাশার আলো,তাইতো অন্ধকারে ভয় করিনা প্রত্যুষে জাগিবে ভোরের আলো।
রাতের আকাশ স্বপ্নে ঘেরা, রয়েছে শশী হাজার তাঁরা।
মাটি আমার মায়ের মতো লালন করে ফসল ফলায় শত।
ধরণী মায়ের কৃপা উদারতা, বক্ষে আছে হাজার বারতা।
তবুও আমরা মানুষ যতো, বুঝিনা ধরণী আমাতে উদার কতো।
-------------------------------অগাস্ট ০২ ২০১৩