Wednesday, May 31, 2017

♡♡♡মধুচন্দ্রিমা♡♡♡ 

♡♡♡মধুচন্দ্রিমা♡♡♡
          মিজানুর ভূঁইয়া

জীবনের মধুক্ষণ
এভাবেই যখন আসে l
প্রেমের মধুচন্দিমায়
জীবনতরী সুখে ভাসে l
ফোটে ফুল অফুরন্ত
প্রেম সিক্ত মন হয়ে উঠে দুরন্ত l
হাসি আর আনন্দে ভরা মন
নাই যার কোনো সীমান্ত l
অলি আর ফুলের মাখামাখি খেলা
ফুরায়না কবু
চলে নিরবধি চলে সারা বেলা l
যৌবন রসেভরা
হাসিমাখা জীবন একজোড়া
কপোত কপোতী
সুন্দর এই লীলাভূমিতে l
কত মধু মাখামাখি পাশাপাশি
মিলে যায় দুটি নদী
একই মিলন মোহনায়
মনে নিয়ে একরাশ অফুরন্ত প্রেমকামনা l
মধুচন্দ্রিমার মধু রাতে
দুটি হৃদয় এসে মিলে একসাথে l
শান্তির দেবদূত
তখন শান্তির ঢালী নিয়ে পাশে বসে l
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
৩১ মে ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Monday, May 29, 2017

বিরহ ও শুস্ক প্রেমের গান

তিনটি প্রেমের গানের পর এই উইকেন্ডে লেখা
একটি বিরহ ও শুস্ক প্রেমের গান l

ভালোবাসা নেই মনে
কি হবে তোমার সোনে ll
আমি চাইনা এই শুকনো জীবন l

তুমি ভালোবাসা বুঝোনা
হৃদয়য়ের সাথে এসে মিশনা
তোমার পাথর ঢালাই করা মন ll
এভাবে জীবনে আর থাকা যায় কতক্ষন l

আনন্দ দিতে তুমি জানোনা
আনন্দ নিতে তুমি জানোনা ll
পাষান হৃদয়ে গড়া মন
এভাবে জীবনে আর থাকা যায় কতক্ষন l
-----------------xxxxxxxxxxxxxx-------------
২৮ মে ২০১৭

Sunday, May 28, 2017

প্রেমের গান-২৭ 

প্রেমের গান-২৭

স্বর্ণলতা বেঁধে দিবো তোমার খোঁপায়
তুমি এসো নিরজনে ঐ বকুলতলায় ll
সোহাগভরে জড়িয়ে দেব আলতামাখা পায় l

তোমার খোঁপায় বাঁধা গুচ্ছ কালো কেশ
মন যে আমার হারিয়ে যায় নিরুদ্ধেশ ll
তোমার রূপের নেই যে কোনো শেষ l

তুমি কিগো মোর প্রাণেরসরি
রাখবে কিগো আমায় ধরে ll
তোমার ঐ কালো কেশের মায়ায় ll

বকুল দিয়ে আকুল মনে
বাঁধবো তোমায় প্রাণের ডোরে ll
এসো সখি মিলন দোহে ছায়াশীতল তলে
প্রাণের আকুতি নিয়ে মিলিব দুজন আজ তারই ছলে  l

---------------------
২৮ মে ২০১৭

Saturday, May 27, 2017

গন্তব্যবিহীন এক ট্রেন

গন্তব্যবিহীন এক ট্রেন

বন্ধ তো পেলাম তিনদিন
কি করবো ঘরে বসে সারাদিন l
ফেসবুকে আর মন লাগেনা
কোথাও যেতে পা চলেনা l
পড়ছি শুধুই গল্প কবিতার বই
পাশে নাই যে প্রাণের সই !
দেশের খবর দেখে ও পড়ে
ভাবছি স্বাধীনতার মূল্যবোধ
যাবে নাকি সব আস্তাকুড়ে l
দিলাম টিভিটা করে বন্ধ
দেখবোনা আর বাঙ্গালী দ্বন্দ্ব l
মনে আছে যত কবিতা ছন্ধ
দিলাম এবার করে তালা বন্ধ l
স্বাধীনতা রক্ষা আর উন্নয়ন
মুখের বুলি আর ক্ষমতায়ন l
যতটুকুই হয়নাকেনো অর্জন
এক নিমিষেই হয়ে যায় তার বিসর্জন l
নৈতিক অবক্ষয়ে যখন চলে যায় দেশ
থাকেনা কোনো আশা; হয় সব নিঃশেষ l
এভাবে আর চলবে কতকাল
দেশপ্রেমের চলছে বড়ই আকাল l
দিনে দিনে হয়েযাচ্ছে সব তালেবানি কায়দা
সবাই ব্যাস্ত শুধুই লুটে নিতে ফায়দা l
কোথাও নাই কোনো নিয়মের বালাই
হরিলুট, ঘুষ ঘাস, ঠুসঠাস চলছে সদাই l
মানুষ জিম্মি অসহায় হেথায়
মুখের বুলি কেড়ে নেয় লুভী জান্তায় l
অর্ধশতক ধরে কানামাছি খেলায়
মানুষ কষ্টে বড় পারেনা পালায় l
উঠিবে সূর্য যখন নিয়ে শান্তির আলো
তখনি হবে হয়তো একমাত্র বাঁচা !!!!!!

Friday, May 26, 2017

"মানবরূপী দানব" 

"মানবরূপী দানব"
মিজানুর ভূঁইয়া

আমি কবিতা লিখি
সম্প্রীতি ও ভালোবাসার জন্য♥
তুমি ক্রুদ্ব কেনো
করো কেন যুদ্ধ হয়ে যাও বন্য।
আমি কবিতা লিখি
ভ্রাতৃত্ব শান্তি ও স্থিতির জন্য♥
তুমি এতো ঈর্ষিত কেন
আমি কেড়ে নেইনাতো কারো মুখের অন্ন।
আমি কবিতা লিখি
মানুষকে একই বৃন্তে দেখার জন্য♥
তোমার মনে এতো ঘৃণা কেন
সম্পর্কের বন্ধনকে করো ছিন্ন ভিন্ন।
আমি কবিতা লিখি
অশিক্ষা ও কুসংস্কার নির্মূলের জন্য♥
তোমার এতো হীনমন্যতা কেন
মানুষকে করে রাখো একেবারে অন্ধ।
আমি কবিতা লিখি
ধর্মকে শান্তির ছায়ায় শীতলতায় দেখার জন্য♥
তোমার মনে এতো ঘৃণা ও সংকীর্ণতা কেন
ধর্মের নামে পর ধর্ম করো নিশ্চিন্ন।
তুমি হীনমন্য তুমি ভিন্ন
তুমি অশরীরী তুমি মানুষ রুপি ঘৃণ্য
তুমি মানুষের মাঝে বিভেদ ছড়িয়ে
মানব ধর্মকে করছো ছিন্নভিন্ন।
তুমি দানব নয় মানব
পিচাশের মতো দাও অট্রহাসি।
ধর্মকে বর্ম বানাও
মানব সভ্যতার সর্বগ্রাসী এক ভয়ানক সর্বনাশী। ।
......................................................................
মে ২৬ ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ
   

Wednesday, May 17, 2017

"কেনো এই হিংসা দ্বেষ -কেনো এই ছদ্ববেশে"


"কেনো এই হিংসা দ্বেষ -কেনো এই ছদ্ববেশ"
মিজানুর ভূঁইয়া



পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা এবং ঈর্ষা এবং বিদ্বেষহীন জীবন দর্শন মনে হয় আমরা পাইনি জাতিগতভাবেই। সুদীর্ঘিকাল ধরেই আমরা এইসকল মানবিক গুণাবলীর বহির্ভুত জীবন যাপন করে আসছি। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকিনা কেন, আমরা আমাদের দেশাত্মবোধ সংস্কৃতি ও ধর্ম প্রেম যতই বেশি দেখাইনা কেন আর এসব কিছুর মূলেই রয়েছে মানব প্রেম পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতাবোধ। আমরা একমাত্র সেই ক্ষেত্রে গিয়েই বারবার ফেল করি। আমরা কখনোই কারো ব্যক্তিগত কিংবা সামগ্রিক ভালো অর্জন এবং কর্মের স্বীকৃতি কখনোই দেইনা কারণ সেই ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একপ্রকার ঈর্ষাবোধ কিংবা হীনমন্যতায় আমরা সব সময়ই ভুগি।
আমাদের মাঝে অনেক ভাল কর্ম এবং ভাল অর্জন আছে যার যথাযত স্বীকৃতি এবং পৃষ্টপোষণের মাধ্যমে আমরা অনেক উন্নতি লাভ করা এবং সন্মান অর্জন করতে পারি কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা হিংসা বিদ্বেষবিহীন জীবন যাপনে অভ্যস্ত নয় বলে; আমাদের সেই সম্ভাবনাগুলো ক্রমশই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে।

নিজ দেশ থেকে এই দূর প্রবাসে যখন আমরা একটি সুন্দর নৈতিকতাবোধ সম্পূর্ণ এবং সামাজিক সুশৃঙ্খল একটি পরিবেশে দীর্ঘকাল ধরে বসবাস করছি কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে; এমন একটি ভালো পরিবেশেও থেকেও আমরা আমাদের নিজেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া খারাপ কর্ম ও খারাপ চিন্তাগুলোকে বর্জন করে সুন্দরের পথে এগিয়ে যেতে পারছিনা।
সুদীর্ঘকাল ধরেই এই বৃহত্তর ওয়াশিংটন এলাকাতে বসবাস করছি এবং এখানে আমাদের বাংলাদেশী বাঙ্গালী সমাজের এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক অর্জন এবং উন্নয়ন সাধিত হয়েছে এটি অত্যান্ত অনেক আনন্দের এবং গৌরবের কথা। কিন্তু এখনো পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার মতো এমন কোনো দৃষ্টান্তমূলক উদারতা আমাদের মাঝে তৈরি হয়নি একে অন্যের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের জাতীয়তাবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে ওপরের পাশে এসে উদারভাবে সহযোগিতা করা। সবাই শুধুই চায়, যে যার জায়গায় সম্রাট হয়ে থাকতে আর অন্যের দিকে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে বড় বড় কথা বলতে।
 
বিগত কিছুদিন থেকে এমন কিছু অশোভন কথাবার্তা এবং প্রতিহিংসামূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে যে; এতে মনে হয় এখানে যে কোনো একজন এবং যে কোনো একটি প্রতিষ্ঠান ছাড়া আর বাদবাকিরা না থাকলে খুবই ভাল হতো, তাহলেই আমার পৃথিবীতে আমিই মহারাজা হয়ে থাকতে পারতাম। আসলে এমনতর ভাব কেন? আমাদের এই এলাকাতে বিগত বছরগুলোতে বাঙ্গালী কমিউনিটিতে প্রচুর সংখ্যক লোকজন বেড়েছে, অনেকে মনে করেন ম্যারিল্যান্ড, ডিসি এবং ভার্জিনিয়া মিলে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার বাঙ্গালী অধিবাসী এখানে রয়েছে এবং এর সাথে পাল্লা দিয়ে ব্যাবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্টান, সাংস্কৃতিক সংঘটন ও বাড়তে পারে এতে দোষের কিইবা থাকতে পারে। ব্যাপক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে লোক সংখ্যার সাথে তাল মিলিয়ে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠতেই পারে; এতে করে সবার জন্যই পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টি হচ্ছে, এটাতো অনেক ভালো কথা। তাহলে এতো যুদ্ধ বিগ্রহ এবং বিদ্বেষ কেন? ভৌগোলিক দূরত্ব ও জনসংখ্যার পরিসংখ্যানে যেকেউ যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এতেতো কোনো আপত্তি বা বিপত্তি থাকার কথা নয়। সবাই তার নিজ যোগ্যতা এবং মেধা নিয়োগের মাধ্যমে যদি নিজের জন্য ও সমাজের আর আর সবার জন্য ভালো কিছু একটা করতে পারে তাতে সমাজ উপকৃত হবে, এতে আমি তেমন ক্ষতির বিষয়টি দেখছিনা ।

আমাদের এমন স্বভাব হয়েগেছে যে; আমি যা করবো অন্যে সেরকম কিছু করতে পারবেনা। অন্যদিকে কিছু কিছু লোক সব সময়ই নিজের অজ্ঞতা ও অযোগ্যতাকে কাজে লাগিয়ে সুবিধা ভোগের নিমিত্তে কিছু কিছু বিত্তশালী অথবা প্রতিষ্ঠিত লোকদের পিছে পিছে হেটে তাদের বিভ্রান্ত করার কাজে লিপ্ত থেকে নিজে সুবিধাটুকু আদায় করার কাজে সব সময়ই নিয়োজিত থাকে। আর এরফলে সেইসকল লোকজন সঠিক চিন্তা এবং সঠিক কাজটি না করে বিভ্রান্তির পথেই পা বাড়ায়। আবার এমন কিছু লোক আছে যারা নিজেকে অনেক জ্ঞানী, সুদক্ষ, পারদর্শী এবং সকল কাজের কাজী মনে করে আর সেক্ষেত্রে তারা একবার ক্ষমতার মধ্যে ঢুকে গেলে একেবারে মসনদ পেয়ে বসে। নিজের ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য সামনে কিছু পুতুলরূপী মানুষকে সামনে রেখে পিছন থেকে সকল কলকব্জা ঘুরাতে থাকে আর নিজের ক্ষমতার স্বাধ গ্রহণ করে। এই ধরণের লোকজন সবসময়ই কিছুটা বিচক্ষণ এবং জ্ঞানী লোকদের দূরে রাখার চেষ্টা করে কারণ যেসকল লোকজন একটু আত্নসচেতন এবং বুদ্ধিমান এরা কাছে আসলে তাদের ক্ষমতার আয়ু হয়তো কমে যাবে সেই ভয়েই সবসময় ভীত থাকে। আবার অনেকেই নিজের অভিজ্ঞতা এবং পারদর্শিতা কতটুকু আছে সে বিষয়টি নিজ বিবেচনায় না এনে হঠাৎ করেই কিছু একটা করে রাতারাতি মহারতি বনে যেতে চান l সেটাও যেমন কাম্য নয় কারণ যে কোনো বিষয়ে প্রতিষ্ঠা এবং খ্যাতি পাওয়ার জন্য প্রয়োজন সে বিষয়ে বিশদ অভিজ্ঞতা এনং পর্যাপ্ত জ্ঞান l

আসলে এই বিষয়ে একটি সুদীর্ঘ লেখা লিখবো বলে চিন্তা করেছিলাম কিন্তু আমি বুঝতে পারছি এতে করে আমার মতো একজন স্বল্পজ্ঞানীর জন্য অনেক বেশিই হয়ে যাবে এবং অপরদিকে পাঠকগণও বিরক্ত হয়ে যেতে পারেন। তাই উপসংহারে শুধু একথাই বলবো যে; আমাদের নিজ নিজ জীবনে আমরা অনেক ধৈর্যশীল, সততা, দূরদর্শী, সহনশীল, পারস্পরিক সহানুভুতিশি শ্রদ্ধাশীল হয়ে উঠা অনেক জরুরি। আর তাতেই আমাদের সবার জীবনে যে অপার সুন্দর সম্ভাবনা রয়েছে তা সবার সাথে সহযোগিতার মাধ্যমে আমাদের নিজের পরিবার সমাজ এবং সর্বোপরি দেশের জন্য অনেক ভালো কিছু করার মতো সুযোগ সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। চলুন যে সেখানেই থাকুননা কেন আপনার জানামতে যদি এমন কোনো সুযোগ সুবিধা থাকে তা দিয়ে অন্যকে সহযোগিতা করা যায়, সেটা শিক্ষা, চাকুরী, প্রশিক্ষণ, ব্যবসা কিংবা এমন কিছু হতে পারে যার মাধ্যমে আপনার স্বজাতীয় স্বজন উপকৃত হতে পারে। আর নয়; কোনো হিংসা দ্বেষ -নয় কোনো ছদ্ববেশে" ছদ্ববেশীদের চিন্হিত করুন এবং দূরে থাকুন।

Thursday, May 11, 2017

"The missing Angel"

"The missing Angel"
Mizanur Buiyan
 
Every year the mother's day comes
My heart cries for missing her from our life.
My eyes gets burst into tears
Because she is no longer with us.
I feel so blamed myself
Because during her passed away
I was not being able to be next to her.
 
She refused to be in the intensive care
She wanted to return home for freshness of living.
But family members wanted to protect her to live
So, she was bundled up and sent to the intensive care.
My believe, she could not absorb the stress
And left us silently when everyone was away from her.
She must got upset and felt lonely
Because none of her lovely kids was around her
only doctors and nurses that felt her like a prison.
 
I feel immensely obligated of her death
Because we forced her to be in the intensive care.
And no one could see and say her good bye
At the time of her departure away from this universe.
She was not only my mother
She was an angel for everyone who knew her
She never thought of living wealthy and selfish.
 
My mother had five sons and three daughters
Four of her sons lives in abroad.
The money was send for her living and treatment
She always shared that money among the people need help.
She never talked behind people and whispered
She loved people as she loved her children.
 
She was genuinely a beloved wife of our father
She never argued or irritate to him
But loved him deep and with respect.
An Angel never dies and don't let them die
They may have physical disappearance
But invisibly the soul always remain around you
So, give them same attention, love and respect
As always you have done in past...So Angel will never be missed.
 
A special Note:-
[At last my request to all, if your elderly parents gets sick
Take them to general care, not to intensive care
Because everyone will die sometimes in life, that is real
But you may miss that part
Intensive care seems like a prison for the elderly patients
and no visitors allowed to be there..
Let them die peacefully and be around them that time]
 
 
11 May 2017
Virginia, USA
 

Tuesday, May 9, 2017

"হৃদয়বীণা বাজলো সূরে

"হৃদয়বীণা বাজলো সূরে
মন উজাড় করে"
মানুষের ভাবনা ও কর্মের উদ্দেশ্য যদি হয় মহৎ এবং সেটি যদি হয় অন্যের ক্ষুদা দারিদ্রতা এবং যে কোনো ধরণের সংকটে তার পাশে
সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আর সেটাই হলো প্রকৃত মানবধর্ম। মানুষ হিসাবে আমরা ক'জন পারি সে কাজটি করতে। দেখা যায় আমরা প্রায় সবাই নিজেকে নিয়ে যতটুকু ভাবি এর একাংশও অন্যের ব্যাপারে ভাবিনা এবং নিজের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও যতটুকু করি সেক্ষেত্রে অন্যের জন্য সহজ ও স্বাভাবিক কাজটিও সেই মন নিয়ে করিনা। এতো কিছুর পরও ব্যতিক্রম যে নেই তা নয়; পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যারা নিজের জীবনের যাবতীয় প্রয়োজনের পর অন্যের সমস্যা এবং প্রয়োজন নিয়েও ভাবে এবং অন্যের প্রয়োজনটিকে নিজের মতো করে ভাবে এবং সর্বত চেষ্টার মাধ্যমে অন্যের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে।
বৃহত্তর ওয়াশিংটনে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক ও অন্যান্য কর্মকাণ্ডের প্রচুর হিড়িকের মাঝেও এখানে কিছু কিছু লোক সত্যিকারভাবে মানবিক চিন্তাপ্রসূত বিভিন্ন ধরণের পরিকল্পনার মাধ্যমে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে মানবিক সাহায্য নিয়ে আসার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন। তেমনি একটি মহৎ উদ্যোগ "হৃদয়বীণা" অতি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে যার প্রধান উদ্যোক্তা এই ওয়াশিংটন এলাকারই সাংস্কৃতিক জগতের স্বনামধন্য চিত্রশিল্পী এবং বিশিষ্ট নজরুলগীতি শিল্পী সুরঞ্জিত দত্তের দুই সমাজ ও সংস্কৃতিসেবী কন্যা ডঃ সোমা বোস এবং রুমা ভৌমিক।
গত ৭ই মে সেই মহতী উদ্যোগ "হৃদয়বীণার" আত্নপ্রকাশ ঘটলো কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎযাপনের মাধ্যমে। ওয়াশিংটন এলাকার স্থানীয় গুণী শিল্পী এবং বিভিন্ন স্তরের সংস্কৃতি কর্মীদের সার্বিক সহযোগিতায় অত্যান্ত জাকজমকপূর্ণভাবে এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অত্যান্ত সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এখানে উল্লেখ্য যে; এই অনুষ্ঠানটির সামগ্রিক আয় এবং অনুদান ক্ষুদার্ত মানুষের খাদ্য সরবরাহের জন্য ব্যবহুত হবে। হৃদয়বীণার ভবিষ্যৎ লক্ষ্য এবং কর্মকান্ড সুবিধাবঞ্চিত এবং ক্ষুদার্ত মানুষের মুখে অন্ন তুলে দেয়া। এই সামগ্রিক কর্মসূচি এবং অনুষ্ঠানটি মঞ্চস্থ করার জন্য এই দুই মানবতাব্রতী ভগ্নিদ্বয় গত তিন মাস যাবৎ সকল শিল্পী কলাকুশলী সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের এই পরিশ্রম যথার্থই স্বার্থক হয়েছে বলেই উপস্থিক দর্শক এবং শুভাকাক্ষীগণ মনে করেন।
অবশেষে একথাই বলা যায়:-
আজকাল কে আছে এমন
কার আছে এমন উদারশিষ্ট মন।
নিজ সময় ও মেধা ব্যয় করে
ক্ষুধার্তের মুখে একমুঠো অন্ন
তুলে দিতে করে এমন কঠিন পণ।
মানবিক কর্মে নিজেকে উৎস্বর্গ করে
তুলে ধরে ঊর্ধ্বে মানবপ্রীতির ঝান্ডা।
মানুষের মুখে হাসি দেখে
স্বস্তি পায় তার মনটা।

Friday, May 5, 2017

"জয় হউক তোমাদের"

"জয় হউক তোমাদের"
মিজানুর ভূঁইয়া
তোমরা কি ভাবো আমি লোভী কিংবা স্বার্থপর
মোটেই তা নয়!
তোমরা কি ভাবো আমি চাই আত্নপ্রচার কিংবা আত্নপ্রতিষ্ঠা
মোটেই নয়! একেবারেই তা নয়!
তোমরা কি ভাবো আমি নিজ স্বার্থে
অনেক দূর্থ, অতি কৌশলী কিংবা অতিশয় চালাক
আসলেই তা নয়! আমি এবেবারেই তেমনটি নয়!
আমি আমার কথা বলিনা
বলি তোমাদের কথা।
আমি আমার গান গাইনা
গাই তোমাদের গান।
আমি আমার জন্য কিছুই চাইনা
চাই তোমাদের জন্য।
আমি আমার আত্মপ্রচার চাইনা
চাই তোমাদের জয় হউক।
আমি আমার সুখে যতটুকো না আনন্দিত
তোমাদের আনন্দে আমি উদ্ভেলিত।
আমি যতটুকুই আছি; সেটুকুই থাকুক
আমি চাই তোমাদের জন্য আরো বেশি।
আমি নিজের আনন্দে যতটুকু না হাসি
তোমাদের পাওয়ায় আমি মনভরে হাসি।
তোমরা আছো বলেই
আমি আছি; এই জগৎ সংসার আছে।
তোমাদের ফুলবাগানে নানা রঙ্গের ফুলফুটুক
তাতেই আমি তৃপ্ত; তাতেই আমি খুশি।
জয় হউক তোমাদের সবার
তবেই এই পৃথিবী হয়ে উঠবে একটি সুন্দর পুস্প কানন।।
*******************************
০৫ মে ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Thursday, May 4, 2017

"একজন ফটিক মিয়া"

"একজন ফটিক মিয়া"
মিজানুর ভূঁইয়া


শুনেছি তোমার অনেক নামধাম
তা দিয়ে কুড়াও সুনাম।
সুনাম দিয়ে রাত দুপুরে ফুর্তি করো
সালাম নিতে টাকা ছাড়ো।
টাকার পাহাড় গড়েছো শুনি
আবার কেউবা বলে তুমি মস্ত খুঁনি।
যদি কেউ নাহি শুনে তোমার কথা
টাকা ঢেলে, কাটো  তাদের মাথা।
চালাও নাকি অনেক দামী গাড়ি
তোমার কথায় চলে নাকি পুলিশ ফাঁড়ি।
তোমার দুই আঙ্গুলের ইশারায়
করছো নাকি কাড়ি কাড়ি টাকা আয়।
টাকার গরমে থাকো সদা দেমাগে
দিন রাত পড়ে থাকো নেশা তামাকে।
ফটিক নামটি বদলে নাকি হয়েছো চৌধুরী 
বড় বড় গোঁফ আর রেখেখেছো নাকি হাল ফ্যাশনের দাঁড়ি।
বিয়ে করা বউকে নাকি বানিয়েছিলে দাসী
সেই লজ্জায় বউ মরলো দিয়ে গলায় ফাঁসি।
রাত দুপুরে সুন্দরীরা করে নাকি দেহখানা মালিশ
তোমায় ছাড়া এলাকাতে হয়না কোনো বিচার শালিস।
রাজনীতিতে রয়েছে তোমার খায়েসভরা মন
তাই টাকা দিয়ে কিনছো তুমি নিরীহ জনগণ।
ফটকাবাজ আর দস্যু যারা কোমরে বাঁধতো গামছা
এরা নাকি এখন সবাই তোমার দলের চামচা।
বাহ্ বাহ্ কি তেলেসমাতি! ফটিক মিয়ার এতোই জ্যোতি
কুঁড়ের ঘরের মানুষ; অট্রালিকায় জ্বলে এখন রঙ্গীন বাতি।
বাড়ির পাশে বাঁধা থাকে তেজি ঘোড়া আর মস্ত বড় হাতি
চামচারা সব উঁচিয়ে ধরে মাথায় ছাতি।
এমনতর মুল্লুকে; ছুটছে পিছে সব উল্লুকে
ফটকা মিয়া দিশেহারা তাই চড়ছে পিঠে ভল্লুকের।
এমনতর মুল্লুকে; এই ছাড়া আর কিবা আশা;
ভুগছে সবাই ভীষণ জ্বরে ভল্লুকে।।
-----------------------------------------
মে ০৪, ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ