Thursday, April 30, 2015

"নীলনয়না"

একটি প্রেমের কবিতাঃ-

 "নীলনয়না" 
মিজানুর ভূঁইয়া


নীলাঞ্জনা নীলনয়না
নীল শাড়ি পরে। 
অবগাহন করছিলে তুমি
নীল সমুদ্রের পাড়ে। 
আকাশ নীল, সমুদ্র জল নীল
চারিদিকে শুধুই
নীলে নীলে একাকার।
একমুঠো নীল রং তুমি
ছুড়ে দিলে আমার মনের ধার।   
দু'কানে ছিল তোমার
দু'টি কানের দূল। 
ঝুলে আছে যেনো
দুটি নীল পদ্মফুল।
নাকে তোমার নীল নোলক 
মনে তোমার খুশির ঝলক।
গালে ছিল নীল তিলক
দেখে নিলাম তা এক পলক। .
খোঁপায় তোমার বসলো এসে
একটি নীল প্রজাপতি। 
কোন জনমে ছিল তাহার 
তোমার সাথে প্রীতি। 
নীলাঞ্জনা নীলের মেলায়
বাড়লো রূপের জ্যোতি।
নীল স্বপ্ন মনে নিয়ে
আমি হলেম তোমার প্রেমের ব্রতী।
================
৩০ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
   

Friday, April 24, 2015

"একজন নীলার কথা"

"একজন নীলার কথা"
মিজানুর ভূঁইয়া


নীলা; তোমায় বাহির থেকে যায়না দেখা
তোমার অন্তর কত পোড়া।
সহস্র বার তুমি চেয়েছিলে
দিতে সংসার তোমার জোড়া।
সোহাগ দিয়ে, যতন করে
সংসারখানা রেখেছিলে আগলে
ভাগ্যের চাকা পিছন ঘুরে গেল সব বদলে। 
বুঝলোনা পতি তোমার সংসারী মায়া
অর্থলোভে মত্ত ছিল স্বামী নামের ছায়া।
নিরুঙ্কুশ ভালবাসার পায়নি প্রতিদান
পেলে শুধু বঞ্চনা আর হলে অপমান।
মনে তোমার স্বাদ ছিল আসবে ঘরে
আলো করে একটি নতুন মুখ।
সেই কপাল আর হলোনা, ভাঙ্গলো তোমার বুক।
ঘর ছেড়ে পাড়ি দিলে নিরুদ্দেশের পথে
ভাগ্য তোমায় তাড়িয়ে নিলো অনাথ আশ্রমে।
হাজার শিশুর কলরবে কাটছিল দিন সুখে
মায়ের মতো সবাইকে তাই জড়িয়ে নিতে বুকে।  
নিজ সন্তানের মা হওয়ার ভাগ্য জুটলোনা
আশ্রমে হলে তুমি হাজার শিশুর মা।
অনাথ শিশুদের মা হয়ে ধন্য করেছো মাতৃকূল
তোমার খোঁপায় গুজে দিলাম এক গুচ্ছ ফুল।
======================
২৩ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ 

Sunday, April 19, 2015

"চির সবুজ মিলন মাওলা"

"সোজা কথা"
এবারের প্রিয় মুখ প্রিয় মানুষ বৃহত্তর ওয়াশিংটনের
লোক সংস্কৃতির প্রাণ ও সৃষ্টিশীল সংস্কৃতির পুরোধা
আমাদের সবার প্রিয় শেখ মিলন মাওলা।


প্রিয় মুখ প্রিয় মানুষ-১১

"চির সবুজ মিলন মাওলা"

চির সবুজ অভয়ব তার, সদা হাসি ভরা মুখ
সৃষ্টিশীল সংস্কৃতিতে তার আনন্দ আর সুখ।
ভাষা আর সংস্কৃতির দরদ ছিল তার মনে
বাংলা স্কুল সেবা করেছিল তাই মিলে ক'জনে।
চির চেনা বন্ধু বৎসল তিনি অতিশয়
মানুষের প্রতি সদা থাকেন সদয়।
স্বভাবে মার্জিত আর অতি বিনয়ী
সহজে মানুষের মন জয় করেন তিনি।
লোক সঙ্গীত আর শুদ্ধ সংস্কৃতিতে পাগল পারা
লোক সংস্কৃতি রক্ষায় তাই গড়েছেন "একতারা"
ভিন ভাষী পত্নী তার,থাকে মুখভরা হাসি
গুনে মানে এতোই দক্ষ তিনি
হয়ে গেলেন পাকা বাংলা ভাষী।
সকল কর্মে গুণী পত্নী থাকে তারপাশে
নিজ গুনে সামলে নেন যখন যা আসে।
আছে তার এক কৃতি ছেলে ,আর এক কৃতি মেয়ে
অতিশয় নম্র দুজনেই, আছে বাবা মায়ের যতনে।
লেখা পড়ায়  যেমনী  ভালো তারা
আপন সংস্কৃতিক অঙ্গনেও তাই।
মা বাবা ধন্য দুজনেই যার কোনো জুড়ি নাই।
======================
১৯ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ 

Tuesday, April 14, 2015

"বৈশাখে নতুন যাত্রা"

"বৈশাখে নতুন যাত্রা"
মিজানুর ভূঁইয়া



রূপ মাধুর্যে আছো তুমি প্রাচুর্যে
হে আমার বঙ্গজননী।
বিশ্বময় ঘুরলাম এতো
তোমার মতো এতো রূপ আর দেখিনি।
বৈশাখে তোমার যাত্রা শুরু
গায়ে মেখে খুশির নানান রং
মঙ্গল শোভাযাত্রায় নেচে কর কীর্তন ঢং।
তুমি পুরনোকে জানাও বিদায়
নতুনের ঘটাও আগমন।
অসত্যকে পিছনে ঠেলে দাও তুমি
সত্য ও সুন্দরকে জানাও স্বাগতম। 
হে বৈশাখ, তুমি মনে আনো নতুন সাজ
আনো বেচে থাকার হাজার স্বপ্ন স্বাদ
তুমি গৌরবময় বাঙ্গালীর ঐতিহ্য নিখাদ। 
নতুন বছরের নতুন আশায় তোমায় স্বাগতম
জাগাও তুমি বাঙ্গালীর মনে খুশির মাতম।
রুপুশি বাংলা সৌর্যে-বীর্যে তুমি মহান,
বৈশাখে এলেই আমরা গাই তোমার গান ।
===================
১৪ এপ্রিল ২০১৫
১লা বৈশাখ ১৪২২
ভার্জিনিয়া, ইউ এস এ

Sunday, April 12, 2015

"দেখিনা সেই আমের মুকূল"

"দেখিনা সেই আমের মুকূল"
মিজানুর ভূঁইয়া 


আমাদের বাগানে ফোঁটে কতো নানা  রঙের ফুল
এতো ফুল দেখি তবে দেখিনা আমের মুকুল।
ভিনদেশের ভিন্ন নিয়ম, প্রকৃতিতে ও তাই
নিজ দেশের বৈশাখী আমের মুকুল খুঁজে নাহি পাই।
চারিদিকে দেখি কতো হাজার রকম ফুলের সমারোহ
দেখিতেই বাহার শুধু, নাই সেই চিরচেনা সৌরভ।
স্বদেশের মাটি খাঁটি কতো ফুল ও ফল
চারিদিকে আনন্দ যত মনে ততো বল।
নিজদেশের মাটির গন্ধ  প্রান ভরে যতো
বিদেশের কৃত্তিম মাটি, নয় আমার দেশের মতো। 
ভিজে বর্ষার রিমঝিম টুপটাপ বৃষ্টি
সারাদিন ভিজে গায়ে, হই-হুল্লুর আনন্দ আর অনাসৃষ্টি
মায়ের বকুনি ছিলো যেন টক ঝাল  মিষ্টি।
বিদেশের মাটিতে পাওয়া ভার অপূর্ব সেই কৃষ্টি।
প্রবাসের কৃত্তিম বাসে যতই জৌলুস থাকুক
জীবন কাটানো শুধুই, মনে থাকেনা সেই আনন্দ আর সুখ। 
নিজ দেশের শীতল হাওয়া পাখির কলরব
নদী নালা খাল বিল আনন্দে সরব।
প্রবাসের যান্তিক সভ্যতায় যায়দিন কোনো  মতে  কেটে
তার চেয়েও আরো বেশি আনন্দ পেতাম মেঠো পথে হেটে।
===========================
১২ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, April 9, 2015

"নতুন আশায় আসে বৈশাখ""

"নতুন আশায় আসে বৈশাখ"
মিজানুর ভূঁইয়া  

 
জাগে প্রাণ, জাগে খুশির মাতম বৈশাখে
পত্র আর ফুল কলি গজিয়ে উঠে বৃক্ষ শাঁখে। 
প্রকৃতি সাজে অপরূপ নতুন সাজে
মন মাঝে নতুন সুরবীণা  বাজে। 
বন বৃক্ষে হয় নব প্রানের সঞ্চার
বহে মিষ্টি মধুর মৃদু হাওয়া ঝংকার।
নতুন জীবনের আশায় জাগে নতুন ছন্ধ
ভুলে যায় ফেলে আসা পুরনো সব দ্বন্দ্ব ।
আছে যতো জরাজীর্ণতা, হয়ে যায় সব দূর
নতুন আশায় বাজে নতুন গানের সূর।
আকাশে বাতাসে ভেসে বেড়ায় খুশির ঢল
নতুন বছরের নতুন স্বপ্নে জাগে নতুন দোল। 
বৈশাখের আগমনে জাগে প্রাণে নতুন প্রেরণা
হৃদয় দোলনায়  দোলে আরেকটি নতুন বছরের ভাবনা l
আনন্দ আর সুখ প্রবাহে নতুন দিনের শুভসূচনা
নব বৈশাখে শুভ হউক জীবনের সকল কামনা।l
*************************************
১০ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, April 2, 2015

"সোনার বাংলায় ফলেনা সোনা"

"সোনার বাংলায় ফলেনা সোনা"
মিজানুর ভুঁইয়া
 
সোনার বাংলায় ফলেনী সোনা
পদে পদে শুধুই ষড়যন্ত্র বেধেছে দানা।
মুনাফালোভী ফড়িয়ারা চারিদিকে আজ
গড়ে তুলেছে দুর্নীতির আস্তানা।
খাদ্যে যারা বিষ মিশিয়ে করছে মুনাফা
পিচাসগুলো নিজস্বার্থের করছে রফাদফা। 
নামেই শুধু মানুষ, নাই তাদের মনুষত্বের বালাই
লক্ষ্য শুধু মানুষ মেরে করবে টাকা কামাই। 
ঔষধে ভেজাল দিয়ে ব্যবসা যারা করে
দুষ্ট মনের নষ্টামিতে মানুষগুলো মারে
সেই ঘাতকেরা সবার সামনে বড় বুলি ছাড়ে।
দেশ প্রেমের নাই বালাই, নাই কোনো চেষ্টা
দুরাচারের দুর্নীতিতে ভরে গেলো দেশটা।
চিকিৎসার ধুম্রজালে শুধু চলছে শঠতামী
হাসপাতালের নামে  উঠছে বেড়ে অট্রালিকা দামী।
বিদ্যা-শিক্ষা যাইবা থাকুক ডাক্তার তিনি নামী
প্রেসক্রিপশন ধরিয়ে দেন, না শুনে রোগীর কাহিনী। 
চিকিৎসা যেনোতেনো, খোজেন শুধু পাতি
মানবতার বিচারেতে আসলে তারা কোন জাতী ?
চোরাচালান আর মাদক ব্যবসায় রাতারাতি কোটিপতি
কি আসে যায় দেশের হলে কিছু ক্ষতি 
যুব সমাজ বিভ্রান্ত আজ করছে মাদক নেশা
সোনার বাংলায় সোনা ফলার কি থাকে আর আশা ?
দুই দিন আগে ফুটপাতে শুইয়ে যে গড়াগড়ি খায়
আজ সেজন বিলাসবহুল স্বর্ণ কুঠির বানায়।
সত্য কথা বলতে গিয়ে মানুষ জীবন হারায়
চারিদিকে অসৎলোক হুঙ্কারে সব কাপায়।
যোগ্যলোকে পায়না তার ভাল কাজের সন্মান
অসৎলোকের দাপটে দেশ-জনতা আজ হয়রান। 
লক্ষ প্রানের বিনিময়ে হলো স্বপ্নের দেশ স্বাধীন
স্বপ্নগুলো বন্ধি আজও, রয়ে গেলো দুষ্টচক্রের অধীন।
=========================
০২ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ


Wednesday, April 1, 2015

"ভোরের শিশির ও তুমি"

"ভোরের শিশির ও তুমি"
মিজানুর ভুইয়া
 
ভোরের শিশির ভেজা দুর্বা-ঘাসে
সুর্য কিরণ তারই মাঝে হাঁসে।
তোমায় দেখেছি হেটে যেতে
শিশির ভেজা আলতামাখা পায়ে।
সেই স্মৃতিটুকু আজও মনে ভাসে
তুমি চলতে খিলখিলিয়ে হেঁসে
দেখে তাই বন ময়ুরীরা ছুটে আসে।
তুমিও নাচো, ময়ুরীও নাচে
সুখ-স্বর্গ নেমে আসে অনেক কাছে।
সাত রঙ্গে আকাশে রংধণু সাজে
নিজেকে হারিয়ে ফেলেছিলে তারই মাঝে
কি যেন এক মধুর সুর উঠেছিল বেজে।
আমিও চলে এসেছিলাম তোমার একেবারে কাছে
তুমি আচলখানা পেতে দিলে সবুজ ঘাসে।
বললে আমায় বসতে তোমার পাশে
অপূর্ব এক বাধভাঙ্গা প্রানের উচ্ছাসে।
দুজনে গড়াগড়ি দিয়ে দুর্বা-ঘাসে
ভিজিয়ে নিলেম দেহখানা স্বচ্ছ শিশিরে।
হারিয়ে গেলেম আমি তোমার ভুবনে
পেখম মেলে ময়ুরীরা সারাক্ষণ নেচেছিল
তোমায় আমায় ঘিরে চারি পাশে।
সূর্যকিরণ বর্ণীল আলোয় নিলো বরণ করে
দুজনে হেঁসেছিলেম প্রাণ উজাড় করে। 
জীবনের এমনই মধুর দিনগুলো 
কবু কি আর ফিরে আসে। 
======================
০১ এপ্রিল ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ