Friday, February 6, 2015

গণজাগরণী ও মানবতার গান:-

গণজাগরণী ও মানবতার গান:-

আমরাতো সবাই মানুষ
আমাদেরই তো আছে বিবেক বুদ্ধি আর হুশ।।

মানবতার জাগরণে আমরা সবাই জেগে উঠবো
মানুষ মানুষকে ভালবাসবো।
আমরা গড়েছি আমাদের এই সভ্যতা
আমাদের জেগে উঠতে হবে মানবতায়
বিবেকের আলো দিয়ে শান্তির মশাল আমরা জ্বালবো ।।
 
হিংস্র পৈশাচিকতা মনে নাহি আর পুষবো
মানুষ মানুষে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলবো।
ভালবেসে একে অপরকে হৃদয় দিয়ে বেধে রাখবো
আমরা এবার মানবতার অপমান ঘুচাবো।।

মানুষ মানুষে হানাহানি আর নয় আর নয়
বিবেককে তোমরা  কেনো প্রশ্ন করোনা
তবেই তোমরা পাবে তার সঠিক ধারণা ।
শোষনের যাতাকলে মানুষকে পিষবে যতো
কলঙ্কের বোঝা আরো বাড়বে ততো।।

এসো সবাই মিলে বিশ্ব মানবতার গাই জয় গান
বাঁধি সবাই এক সাথে প্রাণে প্রাণ।।
-----------------------------------------------
মিজানুর ভূঁইয়া
ভার্জিনিয়া ইউ এস এ
ফেব্রুয়ারী ০১, ২০১৫

No comments:

Post a Comment